মুখের লোম তোলা কষ্টকর। যে কোনও জিনিস ব্যবহার করা যায় না। ত্বকে দাগ-ছোপ পড়তে পারে। এ দিকে, মুখের লোম বাড়তে থাকলে নিজেকে দেখতেও ভাল লাগে না। ফলে এ নিয়ে সমস্যা চলতেই থাকে।
অথচ ঘরেই আছে এমন সব জিনিস, যাতে সহজেই মিলতে পারে সমাধান। সাধারণ একটি স্ক্রাব বানিয়ে নিলেই হল। নিয়মিত তা ব্যবহার করলে কমবে মুখে লোম হওয়ার সমস্যা।
কী ভাবে বানাবেন সেই স্ক্রাব?