Advertisement
০৯ মে ২০২৪
Peanut

কেন চিনে বাদাম খেয়ে জল খেতে নেই?

বাদাম খেয়ে জল খেতে নেই। ছোটবেলা থেকে এই কথাটা শুনে বড় হয়েছি আমরা। বিশেষ করে চিনে বাদাম।

চিনে বাদাম।

চিনে বাদাম।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৮ ১৬:২৭
Share: Save:

বাদাম খেয়ে জল খেতে নেই। ছোটবেলা থেকে এই কথাটা শুনে বড় হয়েছি আমরা। বিশেষ করে চিনে বাদাম। কেন বাদাম খাওয়ার পর জল খেতে বারণ করা হয় সে বিষয়ে যদিও স্পষ্ট ধারণা নেই আমাদের। কী হয় বাদাম খাওয়ার পর জল খেলে?

চিকিত্সকরা বলেন, চিনে বাদাম শরীর গরম করে। তাই সাধারণত শীতকালেই চিনে বাদাম বাজারে কিনতে পাওয়া যায়। বাদাম খেলে শরীরে যে তাপ উত্পন্ন হয় জল তা ঠান্ডা করে দেয়।

বাদাম খেতে খেতে জল খেলে তাই সর্দি-গর্মি লেগে যেতে পারে। আবারা বাদামে যে হেতু তেল থাকে তাই তারপর জল খেরে খাদ্যনালীতে ফ্যাট জমা হয়। ফলে কাশি হয়।

আরও পড়ুন: মেদ ঝরানোর নতুন ফর্মুলা বুলেটপ্রুফ কফি

বাচ্চারা বাদাম খাওয়ার পর জল খেলে হজমে সমস্যা হয়। আবার অনেক সময় বাদামে অ্যালার্জির কারণে গলায় চুলকানির সমস্যাও হতে পারে। তখন জল খেলে পরিস্থিতি আরও খারাপ দিকে যেতে পারে।

আরও পড়ুন: ফাস্ট ফুড ডায়েট হতে পারে বড় কোনও রোগের মতোই ক্ষতিকারক

‘এই ধরনের খবর আপনার ইনবক্সে সরাসরি পেতে এখানে ক্লিক করুন

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যদি জল খেতেই হয় তা হলে অন্তত ১৫ মিনিট অপেক্ষা করে তবে জল খান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Health Tip Peanuts Healthy Living
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE