Advertisement
২৯ নভেম্বর ২০২৩
Compettion of Laziness

হেলান দিয়ে বসে মোবাইল ঘাঁটতে হবে, পুরস্কারমূল্য ৯০ হাজার টাকা! অংশ নেবেন প্রতিযোগিতায়?

কে কত বেশি অলস? জিততে হলে আলসেমিতে হারাতে হবে অন্যদের। এমনই প্রতিযোগিতা। নাম ‘ফেস্টিভ্যাল অফ লেজ়িনেস’।

Symbolic image.

হেলান দিয়ে বসে থাকলেই ঘরে আসবে টাকা। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়া দিল্লি শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩ ২০:২০
Share: Save:

ছুটির দিনে তো বটেই, এমনকি সারা ক্ষণই আলসেমি ঘিরে রাখে আপনাকে? সব সময়ে শুয়ে-বসে থাকতে ইচ্ছা করে? ব্যস, এটুকু করলেই আপনি পেয়ে যেতে পারেন ৯০ হাজার টাকা। শুনে অবাক লাগছে তো? শুনতে গল্প মনে হলেও আসলে এটাই সত্যি। মনটেনেগ্রো দেশের ব্রেজ়না গ্রামে বসেছে এমনই এক অদ্ভুত প্রতিযোগিতার আসর। এই উৎসবের নাম ‘ফেস্টিভ্যাল অফ লেজ়িনেস’। দীর্ঘ ১২ বছর ধরে এই প্রতিযোগিতা হয়ে আসছে।

প্রতিযোগিতার বিষয় হল কে, কত ক্ষণ হেলান দিয়ে কোনও কাজ না করে বসে থাকতে পারেন। কেউ চাইলে বসে বসে ঘুমিয়েও পড়তে পারেন। হেলান দিয়ে যত ক্ষণ ইচ্ছা ঘুমিয়ে থাকলেই হবে। তবে কোনও কাজ করা যাবে না। ২১ অগস্ট শুরু হয়েছে এই প্রতিযোগিতা। ২১ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছিল প্রতিযোগিতা। এখনও পর্যন্ত ৪ জন প্রতিযোগী টিকে আছেন। ১৮ জন প্রতিযোগী বাদ পড়েছেন।

প্রতিযোগীরা পর্দা টানা একটি ঘরে থাকছেন। কাঠের মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা গদিতে বসে থাকতে হবে। বসে মোবাইল ফোন ঘাঁটার অনুমতি রয়েছে। চাইলে বই পড়া যাবে। কাজ বলতে শুধু তিন বেলা নিজের হাতে খাওয়া আর স্নান করা। সারা দিনে আট ঘণ্টা এ ভাবে বসে থাকতে হবে। আগে ২৪ ঘণ্টা ছিল এর সময় সীমা। এখন তা কমিয়ে আট ঘণ্টা করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ছাড়াও সার্বিয়া, রাশিয়া, ইউক্রেন থেকেও অংশগ্রহণকারীরা প্রতিযোগিতায় অংশ নিতে এসেছেন। তবে কার হাতে উঠবে সেরা অলসের পুরস্কার, তা জানতে এখনও অপেক্ষা করতে হবে কিছু দিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE