Advertisement
১৯ এপ্রিল ২০২৪

দু’দিনে চার কেজি কমাতে পারে এই ডায়েট!

এও কি সম্ভব! বিশ্বাস করবেন না অনেকেই। তবে এক বার চেষ্টা করে দেখতে দোষ কী? দেখে নিন কী ভাবে মাত্র ৪৮ ঘণ্টাতেই কমিয়ে ফেলতে পারেন চার কেজি। ওজন মেপে নিন। তার পর এই রুটিন মেনে দু’দিন আবার ওজন নিন। চার কেজি না কমলেও ওজন যদি কমতে থাকে তাহলে মেনে চলতেই পারেন এই রুটিন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৬ ১১:০৯
Share: Save:

এও কি সম্ভব! বিশ্বাস করবেন না অনেকেই। তবে এক বার চেষ্টা করে দেখতে দোষ কী? দেখে নিন কী ভাবে মাত্র ৪৮ ঘণ্টাতেই কমিয়ে ফেলতে পারেন চার কেজি। ওজন মেপে নিন। তার পর এই রুটিন মেনে দু’দিন আবার ওজন নিন। চার কেজি না কমলেও ওজন যদি কমতে থাকে তাহলে মেনে চলতেই পারেন এই রুটিন।

প্রথম পানীয়

জল: ৩০০ মিলি

লেবুর রস: ২ টেবিল চামচ

মেপল সিরাপ: এক টেবিল চামচ

আদা থেঁতো: এক টেবিল চামচ

লঙ্কা গুঁড়ো: এক টেবিল চামচ

এই সব উপকরণ এক সঙ্গে ব্লেন্ডারে মিশিয়ে নিন। সকালে ব্রেকফাস্টের আগে খেয়ে নিন এই পানীয়। দিনে এক বারই খেতে হবে এই পানীয়।

দ্বিতীয় পানীয়

জল: ৫০০ মিলি

টমেটো: চার-পাঁচটা

লেবুর রস: ছয় টেবিল চামচ

রসুন: ৪ কোয়া

বরফ কিউব: ৬টা

এই সব উপকরণ এক সঙ্গে ব্লেন্ডারে মিশিয়ে নিন। প্রথম পানীয় খাওয়ার ৩০ মিনিট পর এটা খান। তারপর সারা দিনে অল্প অল্প করে খেতে হবে। টমেটোর মধ্যে থাকা লাইকোপেন অ্যান্টিঅক্সিড্যান্ট হজমে সাহায্য করে রক্ত পরিষ্কার করতে সাহায্য করে।

এই ডায়েটে থাকাকালীন জলের পরিমাণ কিছুটা কমিয়ে বেশি করে গ্রিন টি খান। সেই সঙ্গে ডায়েটে রাখুন গোটা শস্য ও শাক-সব্জি।

আরও পড়ুন: জামায় চিউইং গাম লেগে গেছে? কী ভাবে ছাড়াবেন সহজে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

diet weight loss routine
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE