Advertisement
২০ এপ্রিল ২০২৪

মাত্র ৬৮ টাকায় আইফোন ৫এস কিনলেন যুবক!

এক যুবক ২৯ হাজার টাকার আইফোন ৫এস কিনলেন মাত্র ৬৮ টাকায়! শুনে অবাক হচ্ছেন তো? হবারই কথা। পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের বি টেক-এর ছাত্র নিখিল বনশল মাত্র ৬৮ টাকায় এই ফোন কিনেছেন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ১১:২১
Share: Save:

এক যুবক ২৯ হাজার টাকার আইফোন ৫এস কিনলেন মাত্র ৬৮ টাকায়! শুনে অবাক হচ্ছেন তো? হবারই কথা। পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের বি টেক-এর ছাত্র নিখিল বনশল মাত্র ৬৮ টাকায় এই ফোন কিনেছেন।

এ যেন ঠিক ‘রিপ্লিজ বিলিভ ইট অর নট’-এর মতো ঘটনা। বিশ্বাস করতে পারেন আবার নাও পারেন। কিন্তু ঘটনাটা সত্য।

কী ভাবে সম্ভব হল?

নিখিল জানিয়েছেন, অনলাইনে একটি বিজ্ঞাপনে দেখেন ৯৯.৭ শতাংশ ডিসকাউন্টে বিক্রি হচ্ছে আইফোন ৫এস। প্রথমে চোখকে বিশ্বাস করতে পারেননি তিনি। যে ফোনের দাম ২৯ হাজার টাকা, এত ডিসকাউন্ট দিয়ে মাত্র ৬৮ টাকায় পাওয়া যাচ্ছে! আগু-পিছু না ভেবে এবং এক মুহূর্ত সময় নষ্ট না করে তিনি অর্ডার দিয়ে দেন ফোনটির। কিন্তু সংস্থাটি বিজ্ঞাপন প্রকাশে টেকনিক্যাল ত্রুটি দেখিয়ে নিখিলকে ফোন দিতে অস্বীকার করে। পাশাপাশি, তারা এটাও জানান, ওটা কোনও ডিসকাউন্ট ছিল না। ভুলবশত বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে।

কিন্তু নিখিলও ছাড়ার পাত্র নন। ওই সংস্থার সঙ্গে কী চুক্তি হয়েছে সব বিবরণ দিয়ে কনজিউমার ফোরামে মামলা করেন। আদালত পর্যন্ত টেনে নিয়ে যান সংস্থাটিকে। ব্যস! কেল্লা ফতে। আদালতে মামলা জিতে যান নিখিল। পেয়ে যান ৬৮ টাকায় আইফোন ৫এস। আর সংস্থাটিকে শুধুমাত্র আইফোনই দিতে হয়নি, সেই সঙ্গে গ্রাহকের সঙ্গে চুক্তি ভঙ্গ করার কারণে জরিমানাও দিতে হয়।

আরও পড়ুন: কী ভাবে কিনবেন ২৫১ টাকার স্মার্টফোন?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE