Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Lifestyle News

এ বার ইউটিউবেও করতে পারবেন লাইভ স্ট্রিমিং

ইতিমধ্যেই জনপ্রিয় ফেসবুক লাইভ স্ট্রিমিং। এ বার ইউজারদের জন্য মোবাইল লাইভ স্ট্রিমিং ফিচার নিয়ে এল ইউটিউবও। তবে তার জন্য প্রয়োজন অন্তত ১০ হাজার ফলোয়ার।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৫৩
Share: Save:

ইতিমধ্যেই জনপ্রিয় ফেসবুক লাইভ স্ট্রিমিং। এ বার ইউজারদের জন্য মোবাইল লাইভ স্ট্রিমিং ফিচার নিয়ে এল ইউটিউবও। তবে তার জন্য প্রয়োজন অন্তত ১০ হাজার ফলোয়ার।

এত দিন পর্যন্ত দ্য ইয়াঙ্গ টার্কস, এআইবি, অ্যালেক্স, ওয়াসাবি, প্ল্যাটিকা পলিনেশিয়া ও স্যাকনজলিসের মতো বাছাই করা কিছু ইউজারই শুধুমাত্র এই সুবিধা পেতেন। এ বার থেকে ১০ হাজার সাবস্ক্রাইবার থাকলেই যে কোনও ইউজার মোবাইল লাইভ স্ট্রিমিং করতে পারবেন। ইউটিউবের মোবাইল অ্যাপ্লিকেশনের সাহায্যেই লাইভ স্ট্রিমিং করা যাবে।

বৃহস্পতিবার এই ফিচার লঞ্চ করে ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়, মোবাইল অ্যাপের সঙ্গে সরাসরি লাইভ স্ট্রিমিংয়ের সুবিধা যুক্ত করা হয়েছে। শুধু অ্যাপ খুলে ক্যাপচার বাটনে ক্লিক করলেই স্ট্রিমিং শুরু হয়ে যাবে। রেগুলার ইউটিউভ ভিডিওর সব ফিচারই লাইভ স্ট্রিম ভিডিওতেও পাওয়া যাবে।

লাইভ স্ট্রিমিংয়ে থাকছে সুপার চ্যাট নামের একটি মনিটাইজেশন টুলও। এর সাহায্যে ভারত সহ ২০টি দেশেরে ইউজাররা তাদের লাইভ স্ট্রিম থেকে রোজগারও করতে পারবেন। ভিউয়াররা এই টুলের সাহায্যে ইউজারদের চ্যাট মেসেজ কিনতে পারবেন। কোনও ইউজারের চ্যাট মেসেজ কিনলে তা উজ্জ্বল রঙের দেখাবে ও আগামী ৫ ঘণ্টা পর্যন্ত পিন টু টপ হয়ে থাকবে ইউটিউব পেজে। ৪০টি দেশের ভিউয়াররা এই মনিটাইজেশন টুলের সাহায্য লাইভ স্ট্রিমিং ভিডিও কিনতে পারবেন।

আরও পড়ুন: অ্যান্ড্রয়েডের এই ৭টি ফিচার আইফোনে চাইলেও পাবেন না

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mobile Live Streaming YouTube Super Chat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE