ষড়ঋতুর এই দেশে বর্ষার প্রতি প্রেম অপার। বাঙালির আবেগ থেকে সাহিত্য চর্চা, এমনকি খাদ্যাভ্যাসের অনেকটাই জুড়ে রয়েছে বৃষ্টির বৈচিত্র। ঠিক তেমনই বর্ষাকালে ভ্রমণ করাটা অনেকের কাছে রোমাঞ্চের মতো। আসলে বর্ষার মরশুমে বেড়াতে যাওয়ার আলাদা আনন্দ রয়েছে। বৃষ্টিভেজা মাটির সোঁদা গন্ধ উপভোগ করা থেকে পাহাড়ি ঝর্নায় স্নান, আরও কত কী! কলকাতার আশেপাশেই এমন বহু স্থান রয়েছে, যেগুলি বৃষ্টির ছোঁয়ায় যেন নতুন করে যৌবন ফিরে পায়; আসল সৌন্দর্য মেলে ধরে। হাতে ২-৩ দিনের ছুটি থাকলে অনায়াসেই ঘুরে আসতে পারবেন এই সব জায়গা থেকে।