Advertisement
E-Paper

বিজেপি ছেড়ে কংগ্রেসের পথে কীর্তি আজাদ! দ্বারভাঙা থেকেই লড়তে চান তিন বারের সাংসদ

বিহারের দ্বারভাঙা কেন্দ্রের তিন বারের সাংসদ দীর্ঘ দিন ধরেই নরেন্দ্র মোদী সরকারের সমালোচনায় মুখর।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৪৫
কংগ্রেসের টিকিটেই হয়তো ফের দ্বারভাঙা কেন্দ্র থেকে ভোটে দাঁড়াবেন কীর্তি।  —ফাইল চিত্র।

কংগ্রেসের টিকিটেই হয়তো ফের দ্বারভাঙা কেন্দ্র থেকে ভোটে দাঁড়াবেন কীর্তি। —ফাইল চিত্র।

দল ছাড়ার ইঙ্গিতটা গত বছরেই দিয়েছিলেন। সম্ভবত আগামী ১৫ জানুয়ারিই কংগ্রেসে যোগ দিতে চলেছেন বিজেপি সাংসদ এবং প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ

বিহারের দ্বারভাঙা কেন্দ্রের তিন বারের সাংসদ দীর্ঘ দিন ধরেই নরেন্দ্র মোদী সরকারের সমালোচনায় মুখর। বিজেপি ছাড়ার বিষয়ে শনিবার বিকেল পর্যন্ত অবশ্য নিজে কোনও রকম মুখ খোলেননি কীর্তি। তবে ইন্ডিয়া টুডের খবর, আগামী শুক্রবার কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগ দেবেন তিনি।

এর আগে কংগ্রেসের পাশাপাশি আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের সঙ্গেও কথা হয়েছিল কীর্তির। বার বার বিজেপি ছাড়ার ইঙ্গিত দিলেও, আসন্ন লোকসভা নির্বাচনে কোন দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা কখনও স্পষ্ট করেননি কীর্তি। সব কিছু ঠিকমতো চললে, কংগ্রেসের টিকিটেই হয়তো ফের দ্বারভাঙা কেন্দ্র থেকে ভোটে দাঁড়াবেন তিনি।

আরও পডুন: কোটির বেশি খরচ করে দিল্লিতে ধর্নায় বসবেন চন্দ্রবাবু! সরব বিরোধীরা

আরও পডুন: প্রশ্নোত্তর পর্ব দ্রুত শেষ করার অনুরোধ রাজীবের, সিবিআইয়ের ইঙ্গিত অন্য

গত বছরে বার বার বিজেপি নেতৃত্ব তথা নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন কীর্তি। নরেন্দ্র মোদী সরকারের সমালোচনার পাশাপাশি, রাহুল গাঁধীর ভূয়সী প্রশংসাও শোনা গিয়েছিল তাঁর মুখে। তিনি বলেছিলেন, “রাহুল গাঁধীর নেতৃত্বে কংগ্রেস দ্রুতগতিতে এগোচ্ছে।”

গত ডিসেম্বরেও কীর্তি বিজেপি ছাড়ার ইঙ্গিত দেন। সে সময় তিনি বলেছিলেন, “নতুন দলে যোগদান করা নিয়ে আমার সিদ্ধান্তের কথা আগামী ১৭ বা ১৮ জানুয়ারি জানাব।”

তবে দল বদলালেও যে তিনি দ্বারভাঙা কেন্দ্র থেকেই লড়বেন, সেটাও তখন জানিয়ে রেখেছিলেন কীর্তি।

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)

Kirti Azad BJP Congress Narendra Modi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy