Advertisement
১১ মে ২০২৪

ত্রিপুরা নিয়ে মত বদল এআইসিসি-র

ত্রিপুরা-সহ উত্তর-পূর্বের বাকি রাজ্যগুলির দায়িত্ব থাকবে এআইসিসি-র সাধারণ সম্পাদক লুইজিনহো ফেলেইরোর হাতে।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৯ ০৩:১৩
Share: Save:

ত্রিপুরায় কংগ্রেসের দায়িত্ব গৌরব গগৈকে দিয়েও রাতারাতি আবার মত পাল্টে ফেলল এআইসিসি! বাংলা এবং আন্দামান ও নিকোবরে এখন দলের দায়িত্বে আছেন অসমের কালিয়াবরের সাংসদ গৌরব। সেই সঙ্গেই তাঁকে ত্রিপুরা ও মণিপুরের দায়িত্ব দেওয়ার কথা দু’দিন আগে জানিয়েছিল এআইসিসি। কিন্তু এআইসিসি-র সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল আবার আগেকার বিজ্ঞপ্তি কিছু অদল-বদল করে জানিয়েছেন, গৌরবকে বাংলা ও আন্দামানের পাশাপাশি সিকিম ও মণিপুরের দায়িত্ব দেওয়া হচ্ছে। ত্রিপুরা নয়। ত্রিপুরা-সহ উত্তর-পূর্বের বাকি রাজ্যগুলির দায়িত্ব থাকবে এআইসিসি-র সাধারণ সম্পাদক লুইজিনহো ফেলেইরোর হাতে। সম্প্রতি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন তরুণ নেতা প্রদ্যোত কিশোর মানিক্য। তার পর থেকেই ওই রাজ্যে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে টানাপড়েন চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Congress Tripura
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE