Advertisement
২০ এপ্রিল ২০২৪
Ram Temple

মন্দির কবে হবে, আগে জানাক বিজেপি, অযোধ্যায় হুঁশিয়ারি উদ্ধবের

মন্দির নির্মাণের দাবি নিয়ে শনিবার দু’দিনের অযোধ্যা সফরে গিয়েছেন শিবসেনা প্রধান। সঙ্গে গিয়েছেন তাঁর স্ত্রী রশ্মি এবং ছেলে আদিত্য।

মন্দির নির্মাণ নিয়ে বিজেপিকে হুঁশিয়ারি উদ্ধব ঠাকরের। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

মন্দির নির্মাণ নিয়ে বিজেপিকে হুঁশিয়ারি উদ্ধব ঠাকরের। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

সংবাদ সংস্থা
অযোধ্যা শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৮ ১৯:৩৩
Share: Save:

অযোধ্যায় বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে উঠতে দেখা গেল উদ্ধব ঠাকরেকে। সরাসরি অমিত শাহদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। জানিয়ে দিলেন, অজুহাত দেওয়া হয়েছে অনেক। এ বার দিন ক্ষণ ঘোষণা করতে হবে। কবে থেকে রামমন্দির তৈরির কাজ শুরু করা হচ্ছে, খাতায়কলমে তা লিখে দিতে হবে বিজেপিকে।

মন্দির নির্মাণের দাবি নিয়ে শনিবার দু’দিনের অযোধ্যা সফরে গিয়েছেন শিবসেনা প্রধান। সঙ্গে গিয়েছেন তাঁর স্ত্রী রশ্মি এবং ছেলে আদিত্য। এ দিন অযোধ্যায় পা রেখেই বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন,‘‘দিন, মাস, বছর এমনকি কত প্রজন্ম কেটে গেল। এতদিন ধরে শুধু অজুহাতই দিয়ে গেল বিজেপি। খালি বলে বেড়ায় এখানে মন্দির বানিয়ে তবে ছাড়বে। শুধু কবে বানাবে, তা বলে না। এ ভাবে অনেক দিন হল। এ বার অন্তত মোদ্দা কথায় ফেরা যাক। ঠিক কবে মন্দির নির্মাণের কাজ শুরু হবে আগে জানাক বিজেপি। বাকিটা না হয় পরে দেখা যাবে।’’

মন্দির তৈরি নিয়ে কেন্দ্রকে হুঁশিয়ারিও দিতেও দ্বিধা করেননি তিনি। তাঁর কথায়, ‘‘উত্তরপ্রদেশে বিজেপির সরকার। কেন্দ্রেও তাদের নেতৃত্বাধীন জোট। এতদিনে তো মন্দির তৈরি হয়ে যাওয়া উচিত ছিল! কিন্তু হয়নি। যা ইচ্ছা করুক বিজেপি। দরকার হলে নয়া আইন আনুক বা অর্ডিন্যান্স জারি করুক। যেন তেন প্রকারে মন্দির নির্মাণ হওয়া চাই। সে জন্যই এখানে এসেছি আমি, যাতে কুম্ভকর্ণদের ঘুম থেকে তুলতে পারি। গত চার বছর ধরে ঘুমিয়ে রয়েছে ওরা।’’

স্ত্রী ও পুত্রের সঙ্গে অযোধ্যায় উদ্ধব ঠাকরে। ছবি: শিবসেনার টুইটার হ্যান্ডল থেকে সংগৃহীত।

আরও পড়ুন: রাম-চাপে মোদী-যোগী! অযোধ্যা কাঁপাচ্ছে শিবসেনা-ভিএইচপি, উত্তেজনা চরমে

আরও পড়ুন: ‘লড়ার মুরোদ নেই, তাই আমার মাকে টানছে,’ কংগ্রেসকে তোপ মোদীর​

এ প্রসঙ্গে অটলবিহারী বাজপেয়ীর এনডিএ সরকারকেও টেনে আনেন তিনি। বলেন, ‘‘বাজপেয়ীর আমলে না হয় জোট সরকার ছিল। নানা বাধ্যবাধকতা ছিল সেই সময়। তাই হয়তো মন্দির নির্মাণ করা যায়নি। কিন্তু এখন তো পরিস্থিতি আলাদা। রীতিমতো সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তা সত্ত্বেও কেন মন্দির তৈরি করতে পারছে না মোদী সরকার? ভগবান রাম আমাদের আদর্শ। তাঁকে নিয়ে রাজনীতি করা আমার অভিপ্রায় নয়। রাম মন্দির তৈরির কৃতিত্বও একা নিতে রাজি নই আমি।বরং সকলে একজোট হলে মন্দিরের নির্মাণ কেউ রুখতে পারবে না বলেই বিশ্বাস করি।’’

২০১৪ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই রামমন্দির নির্মাণের দাবিতে সরব হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ, রাষ্ট্রীয় স্বয়মসেবক সঙ্ঘ-সহ একাধিক দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী সংগঠন। তাতে সামিল হয়েছে শিবসেনাও। শীতকালীন অধিবেশনের আগেই সরকার এ নিয়ে অধ্যাদেশ জারি করুক বলে মত তাদের। সেই দাবি নিয়েই অযোধ্যায় হাজির হয়েছেন উদ্ধব ঠাকরে।

অন্য দিকে, সেখানে সভার আয়োজন করেছে বিশ্ব হিন্দু পরিষদও। যে কারণে এই মুহূর্তে অযোধ্যার পরিবেশ রীতিমতো থমথমে। উদ্ধব সেখানে পৌঁছনোর আগেই জারি করা হয় ১৪৪ ধারা। কোথাও চারজনের বেশি মানুষের জমায়েত চলবে না বলে ঘোষণা করে দেওয়া হয় প্রশাসনের তরফে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE