Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Coronavirus Lockdown

মলদ্বীপে আটকে পড়া ৭০০ জনকে নিয়ে কোচিতে ভিড়ল ‘জলাশ্ব’, বিমানেও ফিরছেন ভারতীয়রা

আজ সকালেই ব্রিটেনে আটকে পড়া ৫৭২ জন ফিরেছেন মুম্বই বিমানবন্দর। 

মালদ্বীপের মালে থেকে জাহাজে উঠছেন ভারতীয়রা। ছবি টুইটারের ভিডিয়ো থেকে নেওয়া

মালদ্বীপের মালে থেকে জাহাজে উঠছেন ভারতীয়রা। ছবি টুইটারের ভিডিয়ো থেকে নেওয়া

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১০ মে ২০২০ ১৩:২৩
Share: Save:

তৃতীয় দফার লকডাউন শেষ হতে বাকি আরও এক সপ্তাহ। তার আগে থেকে বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে শুরু করেছেন ভারত সরকার। বিশেষ বিমানে যেমন ফিরছেন, তেমনই নৌবাহিনীর জাহাজে করেও ফেরানো হচ্ছে ভারতীয় নাগরিকদের। আজ রবিবার মলদ্বীপ থেকে তেমনই ৭০০ জন ফিরলেন দেশে। নৌসেনার আইএনএস জলাশ্ব জাহাজে কোচি বিমানবন্দরে পৌঁছলেন তাঁরা। অন্য দিকে আজ সকালেই ব্রিটেনে আটকে পড়া ৫৭২ জন ফিরেছেন মুম্বই বিমানবন্দর।

বিদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের দেশে ফেরানো অভিযানের নাম দেওয়া হয়েছে ‘বন্দে ভারত’। সেই প্রকল্পে মোট ৬৪টি বিশেষ বিমান এবং তিনটি নৌজাহাজ বিভিন্ন দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তার মধ্যে নৌবাহিনীর প্রথম অভিযান ছিল ‘সমুদ্র সেতু’। তিন দিন আগে নৌবাহিনীর জাহাজ ‘জলাশ্ব’কে পাঠানো হয় মলদ্বীপে। সেখানকার মালে বন্দর থেকে ৬৯৮ জন যাত্রী নিয়ে রবিবার সকালে কোচির উপকূলে পৌঁছেছে ‘জলাশ্ব’।

ভারতে আন্তর্জাতিক উড়ান বন্ধ হয়েছিল ২২ মার্চ। তার জেরে বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়েছিলেন প্রায় ১৫ হাজার ভারতীয় নাগরিক। দেশে তৃতীয় দফার লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে ১৭ মে। তার আগেই বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেই প্রক্রিয়া কয়েক দিন আগে শুরু হয়েছে। শনিবার বিদেশ থেকে ফিরতে শুরু করেছেন ভারতীয় নাগরিকরা।

আরও পড়ুন: সিকিমের সীমান্তে ভারত-চিন সেনা সংঘর্ষে উত্তেজনা, জখম দু’পক্ষেই

তার পর রবিবার মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরেছেন ব্রিটেনে আটকে পড়া ৫৭২ জন ভারতীয় নাগরিক। স্ক্রিনিংয়ের পর তাঁদের মুম্বইয়ের ৮৮টি হোটেলে পাঠানো হবে। তার আগে শনিবার সংযুক্ত আরব আমিরশাহির শারজা থেকে হায়দরাবাদ এবং লখনউয়ে দু’টি বিশেষ বিমান নামে। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ১৭৭ জন ভারতীয় যাত্রী নিয়ে শনিবারই তামিলনাড়ুর ত্রিচিতে ফিরেছে আরও একটি বিমান। এ ছাড়া বাংলাদেশের ঢাকা থেকেও একটি বিমানে ফিরেছেন ভারতীয়রা।

আরও পড়ুন: ট্রেনের পর ট্রাক, মধ্যপ্রদেশে গাড়ি উল্টে মৃত্যু ৫ পরিযায়ী শ্রমিকের

বিমানে বা জাহাজে ফেরত সব যাত্রীরই করোনাভাইরাসের বিধি মেনে স্ক্রিনিং ও মেডিক্যাল টেস্ট করা হবে। জ্বর, সর্দি-কাশি বা শ্বাসকষ্টের মতো উপসর্গ থাকলে অবশ্য ছাড়া হবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Lockdown Maldives Indian Navy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE