Advertisement
E-Paper

গজ তাণ্ডবে লণ্ডভণ্ড তামিলনাড়ুর উপকূল, মৃত অন্তত ১৫

তামিলনাড়ুতে আছড়ে পড়ল গজ। আর স্থলভাগে আছড়ে পড়ার পরই ব্যাপক তাণ্ডব শুরু করে দিয়েছে সে। মৃত্যু হয়েছে অন্তত ৯ জনের।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৮ ১১:২৬
তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়ার পর। ছবি: পিটিআই

তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়ার পর। ছবি: পিটিআই

তামিলনাড়ুতে আছড়ে পড়ল গজ। আর স্থলভাগে আছড়ে পড়ার পরই ব্যাপক তাণ্ডব শুরু করে দিয়েছে সে। মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের।

গতকাল তামিলনাড়ুর নাগাপট্টিনম থেকে ৪৮০ কিলোমিটার এবং চেন্নাই থেকে ৪১০ কিলোমিটার দূরে ছিল গজের অবস্থান। গতকাল থেকেই তুমুল বৃষ্টি ও ঝড় চলছে তামিলনাড়ুতে। বৃহস্পতিবার রাতে তামিলনাড়ুর নাগাপট্টিনম, তিরুভারুর এবং তাঞ্জাভুরে আছড়ে পড়ে গজ। ওই সমস্ত এলাকা আগেই ফাঁকা করে দেওয়া হয়েছিল। দুর্ঘটনা এড়াতে প্রায় ৮০,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী ৪০০ ত্রাণ শিবির গড়ে তুলেছে মানুষদের আশ্রয় দেওয়ার জন্য।

আবহাওয়া সূত্রের খবর, তামিলনাড়ুর ৬ জেলায় রাত আড়াইটে থেকে শুরু হয়েছে তুমুল বৃষ্টি। সঙ্গে প্রবল ঝড়ো হাওয়া। আছড়ে পড়ার সময় গজের গতিবেগ ছিল প্রায় ১২০ কিলোমিটার প্রতি ঘন্টা। নাগাপট্টিনমে ৫০০০ এবং তিরুভারুরে ৪০০০ এবং তাঞ্জাভুরে ৩০০০টি বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। ফলে এলাকা বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভেঙে পড়েছে প্রচুর বড় গাছপালাও। পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে ঝড় থামার পর অন্তত দু’দিন লাগবে বিদ্যুতের খুঁটিগুলো মেরামতি করে এলাকায় বিদ্যুৎ ফেরাতে। এখনও পর্যন্ত যা হিসাব তাতে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন দেওয়াল চাপা পড়ে এবং ১ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন। বাকিদের মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

আরও পড়ুন: সরকারি প্যাকেজ ছেড়ে আন্দোলনে নামুন, মাওবাদী নেতা আকাশের খোলা চিঠি জঙ্গলমহলে

পরিস্থিতি সামাল দিতে উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে লাল সতর্কতা। সতর্কতা জারি করা হয়েছে কেরল এবং আন্দামান ও নিকোবরে।তামিলনাড়ুতে বন্ধ রাখা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তৈরি থাকতে বলা হয়েছে নৌবাহিনী এবং তামিলনাড়ুর বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।

তামিলনাড়ুর পাশাপাশি কেরলেও ঝড়ের বেশ প্রভাব পড়েছে। সেখানেও ঝড়ের সঙ্গে বৃষ্টিপাত চলছে।

Gaja Cyclone Tamil Nadu গজ তামিলনাড়ু সাইক্লোন
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy