চন্দননগরের বসু পরিবারের রুশ বৌমা ভিক্টোরিয়া এবং তাঁর পাঁচ বছরের শিশুপুত্রকে খুঁজে বার করতে এ বার সুপ্রিম কোর্ট রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটির সঙ্গে দৌত্যের নির্দেশ দিল মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসকে।
আজ প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চের নির্দেশ, ভারতীয় দূতাবাসকে দু’সপ্তাহ পরে এ বিষয়ে রিপোর্ট দিতে হবে। রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি সে দেশের প্রধান যুক্তরাষ্ট্রীয় তদন্তকারী সংস্থা। সরাসরি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জবাবদিহি করে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, ভিক্টোরিয়া ও তাঁর ছেলেকে খুঁজে পেলে প্রত্যর্পণের বিষয়ে নির্দেশ দেবে।
সৈকত বসুর সঙ্গে রাশিয়ার ভিক্টোরিয়া জিগালিনার বিয়ে হয়। তার পরে সৈকতের পরিবার জানতে পেরেছিল, ভিক্টোরিয়ার বাবা রাশিয়ার গুপ্তচর সংস্থা এফএসবি-র অবসরপ্রাপ্ত গুপ্তচর। বিয়ের পরে ভিক্টোরিয়া সৈকতের বাবা, প্রাক্তন সেনা অফিসারকে কলকাতায় সেনার ইস্টার্ন কমান্ডের সদর দফতরে নিয়ে যাওয়ার জন্য চাপ দেওয়ায় পরিবারের সন্দেহ হয়, ভিক্টোরিয়া নিজেও গুপ্তচর। সৈকত-ভিক্টোরিয়ার বিবাদের জেরে সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁদের পাঁচ বছর ছেলে দিল্লিতে বাবা, মায়ের কাছে ভাগাভাগি করে থাকত। কিন্তু ভিক্টোরিয়া ছেলেকে নিয়ে রাশিয়া পালিয়ে যান।
সৈকত জানান, দিল্লি পুলিশ ভিক্টোরিয়ার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা, রেড কর্নার নোটিস জারি হয়েছে। আজকের শুনানির পরে সৈকত বিদেশ মন্ত্রকের কনসুলার, ভিসা বিভাগের যুগ্ম সচিব, উপসচিবের কাছে দেখার করার সময় চেয়েছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)