Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Coronavirus

দিল্লিতে করোনা টিকা দেওয়ার প্রশিক্ষণ শুরু কেজরী সরকারের

মৌলানা আজাদ মেডিকেল কলেজের ৩ জন চিকিৎসককে ‘ভ্যাকসিন অফিসার’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁরা পরবর্তীতে প্রশিক্ষণ দেবেন। 

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০ ১০:১৬
Share: Save:

দিল্লিতে করোনা টিকা দেওয়ার জন্য স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে শুরু করল অরবিন্দ কেজরীবাল সরকার। বাজারে টিকা চলে আসার পর যে স্বাস্থ্যকর্মীরা সাধারণ মানুষকে টিকা দেবেন তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। তালিকায় রয়েছেন প্রায় সাড়ে তিন হাজার স্বাস্থ্যকর্মী।

সরকারের তরফে মৌলানা আজাদ মেডিকেল কলেজের ৩ জন চিকিৎসককে ‘ভ্যাকসিন অফিসার’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁরা পরবর্তী পর্যায়ের অফিসারদের প্রশিক্ষণ দেবেন। সেই অফিসাররা আবার জেলাস্তরে স্বাস্থ্যকর্মীদের করোনা টিকা দেওয়ার ব্যাপারে প্রশিক্ষণ দেবেন। মৌলানা আজাদ মেডিকেল কলেজের কমিউনিটি হেড চিকিৎসক প্রজ্ঞা শর্মা জানিয়েছেন, এই স্বাস্থ্যকর্মীরা প্রশিক্ষণ পেয়ে জেলাস্তরে গিয়ে প্রশিক্ষণ দেবেন। তিনি আরও জানিয়েছেন যে দিল্লিতে মোট ৬০৯টি কোল্ড চেন পয়েন্ট রয়েছে। যে পয়েন্টগুলির উপর ভিত্তি করে করোনার টিকা দেওয়ার শিবির চালু করা হবে।

সেই কারণে তিনি মনে করেন এই কাজে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ প্রয়োজন হবে। তাঁর মতে, কেন্দ্রীয় স্তরে প্রায় ৩ লক্ষ এবং দিল্লিতে প্রায় সাড়ে তিন হাজার লোকের প্রয়োজন হবে। সেই কর্মীদের কাজ বিভিন্ন স্তরে ভাগ করা থাকবে। এক জন প্রথম পর্যায়ের অফিসার সমস্ত তথ্যাদি যাচাই করবেন। দ্বিতীয় পর্যায়ের অফিসার সমস্ত নথিপত্র দেখবেন। তৃতীয় পর্যায়ের অফিসার ভিড় নিয়ন্ত্রণ করবেন। চতুর্থ পর্যায়ের অফিসার টিকা নেওয়ার পর আধ ঘণ্টার জন্য নজর রাখবেন আক্রান্তের দিকে। শরীরে কোনও প্রতিক্রিয়া ধরা পড়ে কিনা, তা খতিয়ে দেখবেন তিনি।

আরও পড়ুন: করোনার প্রথম পর্যায়ের টিকাকরণে খরচ হতে পারে ১৩ হাজার কোটি, বলছে রিপোর্ট

আরও পড়ুন: গরিব দেশগুলি কবে পাবে টিকা, আলোচনা শুরু হু-র

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Covid 19 delhi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE