Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Fish

ঝর্ণা বেয়ে পাহাড়ে চড়ছে এক ঝাঁক মাছ, জীবন সংগ্রামের ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

একদিকে ঝর্ণার জল যেমন মাছগুলিকে উপরে উঠতে বাধা দিচ্ছে, আবার সেই জল ছাড়া তারা বাঁচবেও না, তাই জল ঠেলেই মাছগুলি ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছে।

পাহাড় বেয়ে উপরে উঠছে মাছের ঝাঁক। ছবি: টুইটার থেকে নেওয়া।

পাহাড় বেয়ে উপরে উঠছে মাছের ঝাঁক। ছবি: টুইটার থেকে নেওয়া।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২০ ১৭:২৭
Share: Save:

এক ঝাঁক মাছ পাহাড় চড়ছে। অনেক প্রাণীর এমন জীবন সংগ্রামের ছবি সামনে আসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তবে এই যে ভিডিয়োটি সম্প্রতি ভাইরাল হয়েছে তা সব কিছুকে হয়তো ছাপিয়ে যাবে।

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্মী প্রবীণ কাসওয়ান তাঁর টুইটার হ্যান্ডলে ভিডিয়োটি পোস্ট করেছেন। ক্লোজ ফ্রেমে তোলা ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, খরস্রোতা একটি ঝর্ণার জল নেমে আসছে। আর যে পাহাড়ের গা বেয়ে ঝর্ণার জল নামছে, তার পাথরের গা বেয়েই উপরে উঠছে ঝাঁকে ঝাঁকে ছোট ছোট মাছ।

একদিকে ঝর্ণার জল যেমন মাছগুলিকে উপরে উঠতে বাধা দিচ্ছে, আবার সেই জল ছাড়া তারা বাঁচবেও না, তাই জল ঠেলেই মাছগুলি ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছে।

আরও পড়ুন: নিজের স্টাইলে নতুন বছরের শুভেচ্ছা জানালেন জনি লিভার, ভাইরাল হয়ে গেল সেই ভিডিয়ো

এমন অনেক মাছ রয়েছে যারা প্রজননের সময় তাদের সারা বছরের বাসস্থান ছেড়ে অন্য জায়গায় পাড়ি দেয়। এই মাছগুলিও তেমন ঝর্ণার নীচ থেকে পাহাড় বেয়ে উপরে উঠছে।

আরও পড়ুন: এই শীতে মস্কোর রাস্তায় টন টন কৃত্রিম বরফ প্রশাসন ঢালছে!

প্রবীণ জানিয়েছেন, এই ভিডিয়োটি পশ্চিমঘাট পর্বতের কোনও একটি জায়গায় ক্যামেরাবন্দি হয়েছে। ভিডিয়োটি তুলেছেন কালেশ সদাশিবম নামে এক ব্যক্তি।

দেখুন সেই ভিডিয়ো:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral Video Social media Fish Stream
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE