Advertisement
২০ এপ্রিল ২০২৪
Fore Maoist Killed

নিরাপত্তা কর্মীদের সঙ্গে গুলির লড়াইয়ে ৪ মাওবাদীর মৃত্যু

কন্ধমালের গভীর জঙ্গলে নিরাপত্তা কর্মীদের সঙ্গে গুলির লড়াইয়ে এক মহিলা সদস্য সহ ৪ মাওবাদীর মৃত্যু হয়।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা
ভূবনেশ্বর শেষ আপডেট: ০৫ জুলাই ২০২০ ১৯:২৭
Share: Save:

ওড়িশার কন্ধমাল জেলার গভীর জঙ্গলে নিরাপত্তা কর্মীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল চার জন মাওবাদীর। গুলিতে আরও কয়েক জন মাওবাদী আহত হয়েছেন বলে অনুমান করছেন পুলিশ আধিকারিকরা। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ওই এলাকায়।

গোপন সূত্রে খবর পেয়ে আজ রবিবার খুব সকালে স্পেশাল অপারেশন গ্রুপের একটি দল এবং ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার ফোর্স যৌথ ভাবে অভিযান চালায় কন্ধমালের তুমুদিবান্ধার জঙ্গলে। নিরাপত্তা কর্মীরা গোপন ডেরার দিকে এগতেই গুলি ছুঁড়তে শুরু করেন মাওবাদীরা। পাল্টা গুলি চালান নিরাপত্তা কর্মীরাও। সেই গুলিতেই মৃত্যু হয় মাওবাদী সদস্যদের। অভিযান শেষে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন ওড়িশার ডিজিপি অভয়।

মৃত চার জন সিপিআই (মাওবাদী)-র বংশধারা-নাগাবলি-ঘুমুসার ডিভিশনের সদস্য বলে মনে করা হচ্ছে। বাকি মাওবাদী সদস্যদের খোঁজে জঙ্গলে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা কর্মীদের দল।

আরও পড়ুন: যে দেশে করোনার প্রকোপ সব থেকে বেশি, সেখানে কী ভাবে পার্টি চলছে দেখুন!

আরও পড়ুন: বাস্তবে বাঘে-গরুতে এক ঘাটে জল খাচ্ছে, ধরা পড়ল ক্যামেরায়

কন্ধমালের এস পি প্রতীক সিংহ অন্য সিনিয়র পুলিশ অফিসারদের সঙ্গে ঘটনাস্থলে যান। তিনি জানিয়েছেন, মৃত চার মাওবাদীর মধ্যে এক মহিলা সদস্যও রয়েছেন। ওড়িশার মুখ্য সচিবের টুইটার হ্যান্ডল থেকে অভিনন্দন জানানো হয়েছে অভিযানে অংশ নেওয়া জওয়ানদের। সেখানেো চার মাওবাদীর মৃত্যুর কথা বলা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Maoist Odisha police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE