Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Coronavirus in India

কোভিডে চাই যক্ষ্মার পরীক্ষাও, নির্দেশ স্বাস্থ্য মন্ত্রকের

স্বাস্থ্য মন্ত্রক নির্দেশিকা জারি করে জানিয়েছে, সমস্ত করোনা রোগীর ভর্তির সময়েই এখন থেকে যক্ষ্মার পরীক্ষা করাতে হবে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২০ ০৫:১১
Share: Save:

যক্ষ্মা কিংবা কোভিড— উভয়েই সংক্রমিত করে ফুসফুসকে। তাই আজ স্বাস্থ্য মন্ত্রক নির্দেশিকা জারি করে জানিয়েছে, সমস্ত করোনা রোগীর ভর্তির সময়েই এখন থেকে যক্ষ্মার পরীক্ষা করাতে হবে। একই সঙ্গে নতুন ও পুরনো যক্ষ্মা রোগী নির্বিশেষে কোভিড পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। করাতে হবে সুগার পরীক্ষাও।

বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে, করোনা আক্রান্ত প্রায় সাড়ে চার শতাংশ রোগীর দেহে আগে থেকেই যক্ষ্মার জীবাণু ছিল। যা গোড়ায় জানা গেলে, চিকিৎসা করা সহজ হত। স্বাস্থ্যকর্তাদের মতে, কোভিড রোগীর শরীরে যক্ষ্মার জীবাণুর উপস্থিতি বিপদ কার্যত দ্বিগুণ করে তোলে। তাই মন্ত্রকের নির্দেশ, কোভিড রোগীকে ভর্তির সময়েই যক্ষ্মার পরীক্ষা করতে হবে। যক্ষ্মা ধরা পড়লে কোভিডের সঙ্গেই যক্ষ্মার চিকিৎসা চালু করতে হবে। পাশাপাশি, করোনার কারণে হাসপাতালে ভর্তি হলেই সুগারের পরীক্ষা করার নির্দেশ দিয়েছে মন্ত্রক।

আরও পড়ুন: সরকারি ব্যয় বৃদ্ধিই নিদান শীর্ষ ব্যাঙ্কের, ফের সরব রাহুলরাও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus in India Coronavirus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE