Advertisement
২৬ এপ্রিল ২০২৪
National News

দিল্লি থেকে নজর ঘোরাতেই কি অভিন্ন দেওয়ানি বিধি?

দিল্লির ভোট নিয়ে সব বুথ ফেরত সমীক্ষাই জানিয়েছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ফিরছে আপ।

স্ট্রংরুমে পাহারা। ছবি: পিটিআই।

স্ট্রংরুমে পাহারা। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৪৬
Share: Save:

দিল্লি ভোটের ফল থেকে নজর ঘোরাতে কি কাল সংসদে অভিন্ন দেওয়ানি বিধি বিল আনতে চলেছে মোদী সরকার? সোমবার রাতে রাজধানীতে এ জল্পনা কিন্তু তুঙ্গে উঠেছে। জল্পনার উৎস হল, রাজ্যসভার দলীয় সাংসদদের জন্য জারি করা বিজেপির হুইপ।

হুইপে সাংসদদের নির্দেশ দেওয়া হয়েছে যে, সরকারের একটি অতি গুরুত্বপূর্ণ সংসদীয় বিল মঙ্গলবার রাজ্যসভায় পেশ হবে, তা নিয়ে আলোচনা হবে এবং বিল পাশ করানো হবে। সাংসদেরা যেন রাজ্যসভায় থেকে সরকারকে সমর্থন করেন। কী সেই বিল? বিজেপি নেতৃত্ব অবশ্য রাত পর্যন্ত মুখে কুলুপ এঁটেছেন। বিজেপি নেতাদের প্রশ্ন করলে উত্তর মিলছে যে, আগামিকাল রাজ্যসভায় বাজেট বিতর্ক নিয়ে আলোচনা হবে। বিতর্কের শেষে তা পাশ করানো হবে। সেখানে ভোটাভুটির প্রয়োজন হতে পারে।

কিন্তু তার জন্য এমন কড়া হুইপ কেন? বাজেট পাশে তেমন বাধা তো আসে না। তখন এক বিজেপি সাংসদেরই উক্তি, ‘‘অভিন্ন দেওয়ানি বিধি আনা হচ্ছে কি না খোঁজ নাও।’’

দিল্লি ভোট ফল আজ

• গণনা শুরু: সকাল ৮টা
• আসন সংখ্যা: ৭০
• ভোটার: ১.৪৭ কোটি
• ভোট পড়েছে: ৬২.৫৯%
• বুথের সংখ্যা: ১৩৭৮০

দিল্লির ভোট নিয়ে সব বুথ ফেরত সমীক্ষাই জানিয়েছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ফিরছে আপ। সেটা সত্যি হলে ২০১৪ সালের মতোই কেন্দ্রে জিতে এলেও এ বারও খাস দিল্লিতে ধাক্কা খেতে চলেছে বিজেপি। অন্য দিকে, রাম মন্দির, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার, সিএএ-র পরে সঙ্ঘ পরিবারের হিন্দুত্বের কর্মসূচিতে পড়ে রয়েছে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড ও জনসংখ্যা নিয়ন্ত্রণে আইনে আনার বিষয়টিই। দিল্লি ভোট থেকে নজর ঘোরাতে তাই ইউনিফর্ম সিভিল কোড বিল আনার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না সরকারের এক সূত্রও।

আরও পড়ুন: ফলাফল ঘোষণার আগে চনমনে বিজেপি, চিন্তা আপ শিবিরে

এরই মধ্যে আজ দিনভর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে আসার বদলে মন্ত্রকে ব্যস্ত থাকায় সেই জল্পনা আরও ইন্ধন পেয়েছে। কাল সংসদে বিজেপির সংসদীয় দলের বৈঠক। সূত্রের দাবি, যদি ওই বিল রাজ্যসভায় আনা হয়, তা হলে সংসদীয় দলের বৈঠকের পরে সংসদেই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ডেকে বিলটি পাশ করিয়ে নেওয়া হবে। তার পর তা রাজ্যসভায় পেশ করা হবে। গত বছরের ৫ অগস্ট ঠিক এ ভাবেই জম্মু-কাশ্মীর থেকে অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহার বিলের ক্ষেত্রেও বিরোধের আশঙ্কায় আগেভাগে কাউকে জানানো হয়নি। সংসদে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে তা পাশ করিয়ে সরাসরি তা রাজ্যসভায় পেশ করা হয়েছিল। সে বারও আগের রাতে এ ভাবেই জল্পনা ছড়িয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Delhi Assembly Elections 2020
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE