Advertisement
১৯ মে ২০২৪
ITBP

বরফের মধ্যে খালি গায়ে কসরত করছেন ভারতীয় সেনারা

সেই ভিডিয়ো দেখিয়ে দিচ্ছে, আমাদের নিরাপদে রাখার জন্য কোন পরিস্থিতিতে কাজ করেন সেনা জওয়ানরা।

খালি গায়ে আইটিবিপি-র জওয়ানরা। ছবি আইটিবিপির টুইটার হ্যান্ডেল থেকে সংগৃহীত।

খালি গায়ে আইটিবিপি-র জওয়ানরা। ছবি আইটিবিপির টুইটার হ্যান্ডেল থেকে সংগৃহীত।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ মার্চ ২০১৯ ১৫:১১
Share: Save:

স্বাভাবিকের থেকে শীত এ বার কয়েকদিন বেশি থেকেছে। তাতেই উঠেছিল গেল গেল রব। কম্বল মুড়ি দিয়েও শীতে যখন দেশবাসী কাবু তখন বরফের মধ্যে ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের কসরত দেখলে অবাক হতে হয়।

সম্প্রতি আইটিবিপি বা ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে একটি ভিডিয়ো। পোস্ট করার পরই ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সেই ভিডিয়ো দেখিয়ে দিচ্ছে, আমাদের নিরাপদে রাখার জন্য কোন পরিস্থিতিতে কাজ করেন সেনা জওয়ানরা।

আইটিবিপির পোস্ট করা সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ঝিরিঝিরি বরফ পড়ছে। আর বরফের মধ্যে খালি গায়ে কসরত করছেন আইটিবিপির জওয়ানরা। হিমালয় অঞ্চলে কঠিন শীতের মধ্যে কাজ করতে যাতে অসুবিধায় পড়তে না হয়, সে জন্যই এই কসরত করছেন জওয়ানরা।

আরও পড়ুন: অস্ত্র আমদানিতে বিশ্বে দ্বিতীয় ভারত

সাধারণত আইটিবিপির জওয়ানদের সাধারণত ৯ হাজার থেকে ১৮ হাজার ফুট উচ্চতায় কাজ করতে হয়। ওই উচ্চতায় জায়গা গুলো অধিকাংশ সময়ই থাকে বরফে মোড়া। তাই প্রবল ঠাণ্ডার মধ্যেই আমাদের নিরাপত্তার জন্য কাজ করে চলে আইটিপিবির জওয়ানরা। সে জন্য তাদের ‘হিমবীর’ বলেও ডাকা হয়।

আরও পড়ুন: গাছে চড়ল সিংহ, ছবি শেয়ার করলেন মুগ্ধ মোদী

ভারতের অস্ত্রভাণ্ডার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ITBP Exercise in Snowfall Himveers
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE