Advertisement
২৬ এপ্রিল ২০২৪
assam

এনআরসি: আর্জি সুপ্রিম কোর্টে

জমিয়তের বক্তব্য, উচ্চতম আদালতের তদারকিতে শেষ হয়ে যাওয়া প্রক্রিয়ায় আদালতের নির্দেশ ছাড়াই সংশোধন বা পরিমার্জন করতে পারেন না এনআরসি কো-অর্ডিনেটর। তা আদালতের কাজে হস্তক্ষেপ।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২০ ০৩:০৫
Share: Save:

সুপ্রিম কোর্টের নির্দেশ ও তদারকে তৈরি হওয়া এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ করার পরে ফের সেই তালিকা থেকে নাম বাদ দেওয়ার যে নির্দেশ অসমের এনআরসি কো-অর্ডিনেটর হিতেশ দেব শর্মা দিয়েছেন, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল জমিয়ত উলেমায়ে হিন্দ। সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের আমলে তৈরি হয়েছিল এই এনআরসি। ২০১৯-এর ৩১ অগস্ট প্রকাশিত হয় চূড়ান্ত তালিকা।

জমিয়তের বক্তব্য, উচ্চতম আদালতের তদারকিতে শেষ হয়ে যাওয়া প্রক্রিয়ায় আদালতের নির্দেশ ছাড়াই সংশোধন বা পরিমার্জন করতে পারেন না এনআরসি কো-অর্ডিনেটর। তা আদালতের কাজে হস্তক্ষেপ। আদালতের তদারকে তৈরি হওয়া চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ দেওয়ার যে নির্দেশ শর্মা দিয়েছেন, তা বেআইনি।

৩ কোটি ৩০ লক্ষ আবেদনকারীর মধ্যে ১৯ লক্ষ সাত হাজার ৭০৭ জনের নাম তালিকা থেকে বাদ পড়ে। অবশ্য নাম বাদ পড়ার কারণ জানিয়ে স্পিকিং অর্ডার ও রিজেকশন লেটার পাঠানোর কাজ এখনও শুরু করা যায়নি। তার আগেই এনআরসি দফতর নির্দেশ দেয়, সব জেলায় এনআরসির তালিকা ফের খুঁটিয়ে যাচাই করতে হবে। তালিকায় ঘোষিত বা সন্দেহভাজন বিদেশি বা তাদের বংশধরদের নাম থেকে যাওয়ার বেশ কয়েকটি ঘটনা সামনে আসায় এমন সিদ্ধান্ত বলে জানান হিতেশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Assam NRC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE