Advertisement
২৩ এপ্রিল ২০২৪
National News

‘মোদীর ৫ বছর সবচেয়ে ভয়াবহ, ধ্বংসাত্মক’, বললেন মনমোহন

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রবিবার এ কথা বলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ।

ফাইল ছবি।

ফাইল ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ মে ২০১৯ ১৭:২৫
Share: Save:

দেশের যুব সম্প্রদায়, কৃষক, ব্যবসায়ী ও প্রত্যেকটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানের পক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গত ৫ বছরের কাজকর্ম হয়ে উঠেছে ‘সবচেয়ে ভয়াবহ ও ধ্বংসাত্মক’। এ বার তাঁকে আমাদের বিদায় জানানো উচিত।

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রবিবার এ কথা বলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। দেশে এ বার ‘মোদী হাওয়া’ উঠেছে বলে সম্প্রতি যে দাবি করেছেন প্রধানমন্ত্রী, তাকে উড়িয়ে দিয়ে এ দিন প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘মানুষ ঠিকই করে ফেলেছেন, এই সরকারটাকে তাড়াতে হবে। কারণ, তাঁরা বুঝে ফেলেছেন, এই সরকার দেশের আপামর মানুষের সার্বিক উন্নয়নে বিশ্বাস করে না। কী ভাবে ক্ষমতায় টিঁকে থাকতে হবে, শুধু সেই কথাই ভাবে। আর তার জন্য সমাজের মধ্যে বিভাজনের রাস্তা নিয়েছে।’’

নোটবন্দিকে দেশের ‘সবচেয়ে বড় কেলেঙ্কারি’ বলে চিহ্নিত করে মনমোহনের অভিযোগ, গত ৫ বছরে দেশে দুর্নীতি পৌঁছেছে এক ‘অকল্পনীয় মাত্রা’য়।

প্রধানমন্ত্রী মোদীর পাকিস্তান নীতি নিয়েও কটাক্ষ করতে পিছপা হননি মনমোহন। তাঁর কথায়, ‘‘পুলওয়ামা কাণ্ডের পর নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে হাজির না থেকে উনি (মোদী) জিম করবেট ন্যাশনাল পার্কে ফিল্মের শুটিংয়ে ছিলেন। এটা খুবই হতাশজনক।’’

আরও পড়ুন- গুয়াহাটিতে ভোট দিলেন মনমোহন​

আরও পড়ুন- আগেও সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, বললেন বিরক্ত প্রাক্তন সেনা আধিকারিক​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE