Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Twitter

‘মেঘমুক্ত আকাশ, তাই রেডারের সিগনাল পাচ্ছে আমার পোষ্য’, মোদীকে কটাক্ষ ঊর্মিলার

আকাশের মেঘ যে রেডারকে ফাঁকি দিতে পারে, সেই ‘অভিনব তথ্য’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেছিলেন। এ বার ঊর্মিলা মাতণ্ডকরও একই বিষয়ে কটাক্ষ করলেন নরেন্দ্র মোদীকে।

নরেন্দ্র মোদীকে‘ টুইট-কটাক্ষ’ কংগ্রেস প্রার্থী ঊর্মিলার।

নরেন্দ্র মোদীকে‘ টুইট-কটাক্ষ’ কংগ্রেস প্রার্থী ঊর্মিলার।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৪ মে ২০১৯ ১২:৫৮
Share: Save:

আকাশের মেঘ যে রেডারকে ফাঁকি দিতে পারে, সেই ‘অভিনব তথ্য’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেছিলেন। এ বার ঊর্মিলা মাতণ্ডকর একই বিষয়ে কটাক্ষ করলেন নরেন্দ্র মোদীকে।

ঊর্মিলা মাতণ্ডকর একটি টুইটার পোস্টে পোষ্যকে নিয়ে নিজের ছবি শেয়ার করেছেন, সেই পোস্টেই প্রধানমন্ত্রীকে এক হাত নিয়েছেন মুম্বই নর্থের উত্তর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী ঊর্মিলা। বিজেপি প্রার্থী গোপাল শেট্টির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। তিনি লিখেছেন, ‘‘আকাশ পরিষ্কার, কোনও মেঘও নেই। তাই আমার পোষ্য রোমিও স্পষ্ট ভাবে রেডারের সিগন্যাল শুনতে পাচ্ছে।’’

প্রধানমন্ত্রীর ‘ক্লাউড বেনিফিট’ তত্ত্ব নিয়ে এ বার কটাক্ষ করলেন বলিউড থেকে সদ্য রাজনীতির আঙিনায় পা রাখা ঊর্মিলা।

আরও পড়ুন: ভোটযুদ্ধে বেড়েছে ধনকুবের, ভোটে কোটিপতি প্রার্থী ২২৯৭ জন​

একটি সাক্ষাৎকারে বিজেপির ইউটিউব চ্যানেলে প্রধানমন্ত্রী মোদী নিজেই বলেছিলেন, গত ২৬ ফেব্রুয়ারি বালাকোট অভিযানের রাতে ঝেঁপে বৃষ্টি নামায় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা যুদ্ধবিমান পাঠানো নিয়ে কিছুটা দ্বিধায় ছিলেন। চেয়েছিলেন অভিযানই পিছিয়ে দিতে। তিনি তখন তাঁদের বলেন, ‘‘আমি বিশেষজ্ঞ নই, কিন্তু সাধারণ জ্ঞানের ভিত্তিতে মনে হচ্ছে, মেঘ থাকলে আমরা পাকিস্তানি রেডারের থেকে বাঁচতে পারি।’’ তখনও নাকি চিন্তা ছিল। মোদীর বক্তব্য, ‘‘আমি বললাম, ঠিক আছে। মেঘ থাকুক। ওরা রওনা হল।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

তবে প্রথম বার যে মোদীকে কটাক্ষ করলেন ঊর্মিলা, তা কিন্তু নয়। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়েপিক নিয়ে বলিউড অভিনেত্রী বলেন, মোদীর বায়োপিক হওয়া ঠিক নয়। কারণ এই ছবিটা গণতন্ত্রের প্রতি একটা বিদ্রূপ ছাড়া আর কিছুই নয়।

আরও পড়ুন: কমল হাসনের জিভ কেটে নেব, হুমকি তামিলনাড়ুর মন্ত্রীর

তবে ঊর্মিলা ছাড়াও আপ, ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লার তরফেও মোদীর এই মন্তব্যের পর ‘ব্যঙ্গ বর্ষণ’ ছড়িয়েছে। পাঁচ বছরের 'জুমলা'র অভিযোগ তুলে ‘মির্জা ক্লাউডি’-র নামে শায়েরি যেমন ছড়িয়েছে, তেমনই ছড়িয়েছে হাতে মেঘের কার্টুন নিয়ে বিজয় মাল্যের ছবিও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE