Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Lok Sabha

আজ ২৫ জুন, এই দিনেই দেশের আত্মাকে পিষে মারা হয়েছিল, জরুরি অবস্থা নিয়ে খোঁচা মোদীর

সাংসদদের প্রতি মোদীর আর্জি, সংসদের কাজকর্ম সুষ্ঠু ভাবে চালাতে সাহায্য করুন। স্পিকারকে সাহায্য করুন। 

লোকসভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: টুইটার থেকে

লোকসভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: টুইটার থেকে

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ জুন ২০১৯ ১৭:৩৫
Share: Save:

জরুরি অবস্থা নিয়ে সংসদেও কংগ্রেসকে তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতির বক্তৃতার উপর লোকসভায় জবাবি ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আজ ২৫ জুন। এই দিনেই দেশের আত্মাকে পিষে মারা হয়েছিল। সেই সময়কার পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে মোদী বলেন, সাংবাদিকদের জেলে পোরা হয়েছিল। নেতাদের বন্দি করা হয়েছিল। সাধারণ মানুষের মধ্যে এমন আতঙ্ক তৈরি হয়েছিল যে, সেই আতঙ্কের কথা মনে হলে এখনও আত্মা কেঁপে ওঠে।

কংগ্রেস তথা বিরোধীদের উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘‘আপনারা এত উপরে উঠে গিয়েছেন যে, ভুমি দেখতে পান না। আপনারা এত উপরে উঠেছেন যে, শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন।’’

বিরোধী দলনেতা অধীর চৌধুরী সোমবারই লোকসভায় শাসক দল তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছোড়েন, সনিয়া গাঁধী বা কংগ্রেসের কেউ যদি দুর্নীতিতে জড়িত থাকেন, তা হলে তাদের গ্রেফতার করে জেলে পাঠাননি কেন? সেই প্রশ্নের জবাবে এ দিন পাল্টা কটাক্ষে মোদী বলেন, ‘‘আমরা সরকার চালাই, আইন ব্যবস্থা চালাই না। আমরা কাউকে জেলে পুরতেও চাই না।’’ ন্যাশনাল হেরাল্ড মামলায় জামিন পেয়েছেন সনিয়া গাঁধী এবং রাহুল গাঁধী। সেই প্রসঙ্গ টেনে খোঁচা দিতেও ছাড়েননি প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‘কেউ জামিন পেয়ে পেয়ে বাইরে আছে, থাকুন না। এনজয় করুন।’’

বক্তৃতার শুরুতেই প্রথম বার সাংসদ হয়ে যাঁরা সংসদে এসেছেন, তাঁদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এছাড়া দেশবাসী যাঁরা ভোট দিয়ে ফের বিজেপিকে ক্ষমতায় এনেছেন, তাঁদেরও অভিনন্দন জানান মোদী। সাংসদদের প্রতি মোদীর আর্জি, সংসদের কাজকর্ম সুষ্ঠু ভাবে চালাতে সাহায্য করুন। স্পিকারকে সাহায্য করুন।

প্রধানমন্ত্রীর বক্তব্য

• পাঁচ বছর আগে আমি বলেছিলাম, আমাদের সরকার গরিবের সরকার

• পাঁচ বছর পর বলতে পারি, সাধারণ মানুষ আমাদের উপর আস্থা রেখেছেন

• গত পাঁচ বছর আমরা এটাই ভেবেছিলাম যে, যাঁর কেউ নেই, তাঁর জন্য সরকার আছে

• দেশ স্বাধীন হওয়ার পর আমরা এমন এক সংস্কৃতি স্বীকার করে নিয়েছিলাম যে দেশের সাধারণ মানুষও নিজের অধিকারের জন্য লড়াই করতে হত

• অথচ এটা তাঁদের অধিকার, আমরা মেনে নিয়েছিলাম, এটাই নিয়ম

• আমি জানি এই সব জিনিস পাল্টাতে কত সময় লাগে

• ৭০ বছরের রোগ ৫ বছরে সারানো যায় না

• কিন্তু সেই দিশা থেকে আমরা সরে আসিনি

• আমরা সাধারণ মানুষের সেই অধিকারই ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি

• শৌচাগারকে শুধু চারটে দেওয়াল ভাবিনি, গ্যাসের উনুন শুধু উনুন হিসেবে দেখিনি

• কিন্তু সাধারণ মানুষ মনে করেছেন, আমরা তো এ ভাবেই জীবন কাটিয়ে দিচ্ছিলাম, সরকার এসব কেন দিচ্ছে

• এখন দেশের মানুষের মধ্যে এক নতুন আত্মবিশ্বাস এসেছে, সেটা আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি

• গরিবদের উন্নতিও করতে হবে, আবার আধুনিক ভারতকেও আরও এগিয়ে নিয়ে যেতে হবে

• এক দিকে গরিবের জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে, অন্য দিকে উন্নয়নের পরিকাঠামো আরও উন্নতি করতে হবে

• চন্দ্রযান অভিযানও হবে, হাইওয়েও হবে, রেললাইন আরও বাড়াতে হবে

• একই সঙ্গে আধুনিক ভারত গড়ে তোলার লক্ষেও এগিয়ে নিয়ে যেতে হবে

• আপনারা (বিরোধীরা) অনেক উপরে উঠে গিয়েছেন

• এত উপরে উঠেছেন যে, মাটি দেখতেই পাচ্ছেন না

• এত উপরে উঠেছেন যে, শিকড় থেকে আলাদা হয়ে গিয়েছেন

• অটল বিহারী বাজপেয়ীর সরকার ছিল

• আমিই সম্ভবত প্রথম প্রধানমন্ত্রী যিনি লালকেল্লায় দু’বার বলেছি, কেন্দ্র রাজ্য এক সঙ্গে এগিয়ে যেতে হবে

• গুজরাতে দীর্ঘদিন আমি অর্থমন্ত্রী হিসেবে কাজ করেছি

• ১৫০ বছরের কর্মসূচিতে অনেক কাজ করেছি

• আমি এমন একটা কাজ করেছি, যে তা ঐতিহাসিক

• আমি বলেছিলাম গত ৫০ বছরে রাজ্যপালের ভাষণ বই আকারে প্রকাশ করা হোক

• সেখানে তো শুধু আমাদের সরকার ছিল না

• প্রণব মুখোপাধ্যয় দেশের জন্য যা করেছেন, তিনি অন্য দলের হতে পারেন, কিন্তু আমরা তাঁর আদর্শ মেনে কাজ করি

• আপনারা এই আলোচনাকে এত ছোট করে দেবেন না

• আজ ২৫ জুন, ২৫ জুনের সেই রাত, দেশের আত্মাকে পিষে দেওয়া হয়েছিল

• ভারতের গণতন্ত্র কোনও কিছু থেকে জন্ম নেয়নি, এই গণতন্ত্র আমাদের আত্মা

• সাংবাদিক, নেতাদের জেলে পুরে দেওয়া হয়েছিল

• সেই ইতিহাস কেউ ভুলতে পারবে না, ওই সময় যাঁরা যুক্ত ছিলেন, তাঁদের কেউ ক্ষমা করবে না

• সব সময় মানুষ ভয়ে ভয়ে থাকতেন, এই বুঝি পুলিশ ধরে নিয়ে যাবে

• এমনই আতঙ্ক আর ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল

• রাষ্ট্রপতি তাঁর ভাষণে দু’টি বিষয় উল্লেখ করেছেন, এক গাঁধীজির ১৫০ বছর এবং স্বাধীনতার ৭৫ বছর

• আজ আমাদের কাছে বাপুজির চেয়ে বড় কোনও প্রেরণা নেই

• আজ আমাদের বীর যোদ্ধাদের চেয়ে বড় কোনও ইতিহাস নেই

• যাঁরা আমাদের দেশের জন্য জীবন দিয়েছেন, তাঁদের উপরে আর কেউ হতে পারে না

• এই সময়টা হয়তো ফিরিয়ে আনতে পারব না

• কিন্তু সেই দিনটিকে ৫০ বছর পূর্তির অনুষ্ঠান স্মরণীয় করে রাখতে পারি

• এই অনু্ষ্ঠান সরকারের নয়, সারা দেশবাসীর

• স্বাধীনতার সময় মৃত্যুর শোক ছিল, এখন আমরা জীবনের জয়গান গাইতে পারি

• ভারতের ইতিহাসে দীর্ঘ পরাধীনতার গ্লানি ছিল

• ১৮৫৭ সালে শুরু হয়েছিল বটে, কিন্তু গাঁধীজি আমাদের এক শিক্ষা দিয়েছিলেন

• তিনি সাধারণ মানুষকেও স্বাধীনতার যোদ্ধা বানিয়ে তুলেছিলেন

• তিনি ঝুাড়ু দিলেও স্বাধীনতার জন্য দিতেন

• আমি ছোট করে ভাবতে পারি না, বড় করে ভাবতেই পছন্দ করি

• দেশকে কী ভাবে আগে নিয়ে যেতে হবে, সেটা করছি

• ছোট দোকানদারদের পেনশন চালু হয়েছে

• সেনাবাহিনীর অফিসার-জওয়ানদের সন্তানদের বৃত্তি বাড়ানো হয়েছে

• পুলিশকর্মীদের সন্তানরাও যাতে সেই সুবিধা পায়, তার ব্যবস্থা করেছি

• ভারতে জলের সমস্যা মেটাতে যত কাজ হয়েছে, তার পিছনে বাবাসাহেব আম্বেডকরের ভূমিকা অস্বীকার করা যায় না

• কিন্তু বিরোধীরা তাঁর নামই উল্লেখ করেননি, করলে ভাল হত

• সর্দার সরোবর বাঁধ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন তো করেছিলেন জওহরলাল নেহরু

• কিন্তু তার পর থেকে সেই প্রকল্প শুধু বছরের পর বছর আটকে রাখা হয়েছে

• আমি গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন অনশনে বসেছিলাম

• ইউপিএ জমানাতেও আটকে রাখা হয়েছে

• শেষ পর্যন্ত আমি প্রধানমন্ত্রী হওয়ার পর সেই প্রকল্প সম্পন্ন হয়েছে

• প্রথম ১৫ দিনেই আমি সব বাধা দূর করে প্রকল্প সম্পূর্ণ করেছি

• এখন সেই প্রকল্পের জন্যই গুজরাত রাজস্থানের লাখ লাখ মানুষ জল পাচ্ছেন

• রাম মনোহর লোহিয়া বলতেন, দুটি সমস্যা সবচেয়ে বড় ‘ পানি আর পায়খানা’

• আমরা দু’টি সমস্যারই সমাধান করার চেষ্টা করছি

• আমরা আলাদা জলশক্তি মন্ত্রক তৈরি করেছি

• জল বাঁচানোও অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেচের জন্য

• কৃষি আমাদের অর্থনীতির পাঁজর

• কিন্তু পুরনো প্রথাগত পদ্ধতি থেকে বেরিয়ে আধুনিক পদ্ধতিতে চাষ করতে হবে

• আমাদের কর্পোরেট সেক্টরে চাষে কোনও বিনিয়োগই নেই

• কিন্তু নিয়ম বানাতে হবে, যাতে তাঁরা বিনিয়োগ করেন

• কৃষকের অর্থনৈতিক শক্তি বাড়িয়ে দেশকে আরও শক্তিশালী করতে হবে

• এই ভবনেই আমরা যখন আর্থিক ব্যবস্থায় ১২-১৩ স্থানে গিয়েছিলাম, তখন টেবিল চাপড়ে ঘোষণা করা হয়েছিল

• এখন আমরা ৬ নম্বরে এসে গিয়েছি, কিন্তু বিরোধীদের মনে হচ্ছে কী ভাবে এল এত উপরে

• কেন? এই দেশটাও ভারতই, আমরা শক্তিশালী করেছি

• ‘মেক ইন ইন্ডিয়া’— এই প্রকল্প নিয়ে কম হাসিঠাট্টা হয়নি

• কিন্তু মাননীয় স্পিকার আপনিই বলুন, মেক ইন ইন্ডিয়া হওয়া উচিত কি না

• আজ চিন প্রতিরক্ষা সামগ্রী বিক্রি করে, আর আমরা সবচেয়ে বড় আমদানিকারী হিসেবেই থেকে গিয়েছি

• হাসিঠাট্টা করে কী করবেন আপনারা (বিরোধীরা)? হয়তো রাতে ভাল ঘুম হবে। কিন্তু দেশের উন্নতি হবে না

• জয় জওয়ান, জয় কিষাণ, জয় বিজ্ঞানের পর এ বার জয় অনুসন্ধান

• ভারতে রোজগারের সম্ভাবনা বাড়তে পারে

• দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে

• আমাদের দোষী করা হচ্ছে, কেন আমরা জেলে ভরিনি (বিরোধী দলনেতা অধীর চৌধুরীর চ্যালেঞ্জ প্রসঙ্গে)

• কিন্তু আমরা সরকার চালাই, আইন ব্যবস্থা আমরা চালাই না, জেলে পোরার কাজ আইনের

• এখন কেউ জামিন পেয়ে বাইরে আছে, তো থাকুন না, এনজয় করুন

• ইউনিফর্ম সিভিল কোডের আলোচনা চলছে, ওঁরা এত উপরে উঠে গিয়েছেন যে অনেক কিছুই দেখতে পায় না

• সবার সমানাধিকারের সুযোগ বহুবার পেয়েছে কংগ্রেস

• কিন্তু তাঁরা এত উপরে উঠেছেন, যে কিছু জিনিস দেখতে পান না

• কংগ্রেসের সামনে আবার সুযোগ এসেছে, আমরা বিল নিয়ে এসেছি, জাতি ধর্মের সঙ্গে না জুড়ে এতে সমর্থন করুন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Narendra Modi Lok Sabha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE