Advertisement
২৪ এপ্রিল ২০২৪

চিদম্বরমের জামিনের আবেদন ফের খারিজ

সিবিআই জিজ্ঞাসাবাদ শেষ করার পরে গত ৫ সেপ্টেম্বর থেকেই দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন এই মামলায় অন্যতম অভিযুক্ত চিদম্বরম।

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৯ ০১:৩১
Share: Save:

জেল থেকে বার হলে কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। সেই যুক্তিতেই আজ আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় তাঁর জামিনের আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট।

সিবিআই জিজ্ঞাসাবাদ শেষ করার পরে গত ৫ সেপ্টেম্বর থেকেই দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন এই মামলায় অন্যতম অভিযুক্ত চিদম্বরম। তাঁর আইনজীবীদের যুক্তি ছিল, অভিযোগ যে হেতু গুরুতর নয়, তাই চিদম্বরমকে জামিন দেওয়া হোক। জামিনের আবেদন খারিজ করে দেওয়ার সময়ে হাইকোর্ট বলেছে, ‘‘মামলার তদন্ত প্রক্রিয়া অনেক দূর এগিয়ে গিয়েছে। চিদম্বরম যে হেতু প্রভাবশালী ব্যক্তি, তাই তিনি সাক্ষীদের প্রভাবিত করতে পারেন— এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।’’ তদন্তকারী সংস্থা হাইকোর্ট একটি বন্ধ খাম পেশ করেছিল। তার পরে আদালত এই রায় দিয়েছে। সিবিআই সূত্রের দাবি, আইএনএক্স মামলায় অন্য এক জন অভিযুক্ত যাতে তাঁর বিরুদ্ধে মুখ না খোলেন, সেই চেষ্টা করেছিলেন কংগ্রেস নেতা।

আদালতে রায় নিয়ে কোনও মন্তব্য করতে চাননি এই মামলায় অন্য অভিযুক্ত চিদম্বরম-পুত্র কার্তি। তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে আইনজীবীদের পরামর্শ নেবেন। সম্প্রতি চিদম্বরমের সঙ্গে দেখা করতে তিহাড় জেলে গিয়েছিলেন কংগ্রেস সভাপতি সনিয়া গাঁধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। মনমোহন প্রশ্ন তুলেছিলেন, আইএনএক্স মিডিয়াকে বিদেশি লগ্নির ছাড়পত্র দেওয়ার বিষয়টি সরকারের সম্মিলিত সিদ্ধান্ত। এক ডজন আধিকারিক, যার মধ্যে অন্তত ছ’জন সচিব পর্যায়ের, বিষয়টি খতিয়ে দেখে সর্বসম্মতিতে এর অনুমোদন করেছিলেন। মনমোহনের বক্তব্য ছিল, এর পরেও মন্ত্রীকে যদি সিদ্ধান্তের দায় নিতে হয়, গোটা সরকারি ব্যবস্থাই ভেঙে পড়বে।

তবে দলের শীর্ষ নেতাদের পাশে পেলেও হাইকোর্টে আজ বড় ধাক্কা খেলেন চিদম্বরম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

P Chidambaram INX Media Case Corruption
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE