Advertisement
২০ এপ্রিল ২০২৪

সুখোইয়ের ক্ষেপণাস্ত্রে ধ্বংস পাক ড্রোন, অভিযান চলবে বলে জানালেন বায়ুসেনা-প্রধান

বালাকোটে বায়ুসেনা অভিযানের কয়েক ঘণ্টার মধ্যেই গুজরাতের কছে ঢুকে এসেছিল পাকিস্তানের নজরদারি ড্রোন।

বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া। ছবি: সংগৃহীত।

বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৯ ০৩:৩১
Share: Save:

এফ-১৬ যুদ্ধবিমানের পর পাকিস্তানের আর একটি ড্রোন।

বালাকোটে বায়ুসেনা অভিযানের কয়েক ঘণ্টার মধ্যেই গুজরাতের কছে ঢুকে এসেছিল পাকিস্তানের নজরদারি ড্রোন। ‘স্পাইডার এয়ার ডিফেন্স সিস্টেম’-এর ‘ডার্বি মিসাইল’ ছুড়ে সেটিকে নামানো হয়। আজ রাজস্থানের বিকানেরে ফের ঢোকে পাক ড্রোন। মরুভূমি এলাকায় ভারতীয় সেনার পরিকাঠামোর খোঁজখবর নিতে। সুখোই-৩০ বিমান উড়ে গিয়ে আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র ছুড়ে সেটিকে ধ্বংস করে দেয়।

বায়ুসেনার কর্তাদের মন্তব্য, ড্রোন নামাতে সুখোইয়ের মতো যুদ্ধবিমান কাজে লাগানো থেকেই স্পষ্ট, সীমান্তে সামরিক বাহিনী কতখানি সতর্ক। খোদ বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়াও আজ জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের দিক থেকে আকাশসীমা লঙ্ঘন হলেই তার কড়া জবাব দেওয়া হবে। এবং কার্যত এ দিন তার প্রমাণও মিলল বিকানের-নাল সেক্টরে।

যুদ্ধ নয়: শান্তির দাবিতে মানবশৃঙ্খল রাজধানীতে। সোমবার। ছবি: এএফপি।

বালাকোটে হামলার পরে পাকিস্তানের এফ-১৬-সহ কয়েকটি যুদ্ধবিমান নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ঢোকার চেষ্টা করলে ভারতের যুদ্ধবিমানগুলি ধাওয়া করেছিল তাদের। মিগ-২১ থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ঢের উন্নত এফ-১৬ ধ্বংস করে দেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। পাক প্রধানমন্ত্রী ইমরান খান অভিনন্দনকে ফিরিয়ে দেওয়ায় উত্তেজনা কমেছে কি না, আজ পাক ড্রোন ধ্বংসের পরে তা নিয়ে প্রশ্ন করা হলে ধানোয়া বলেন, ‘‘এটা ‘অনগোয়িং অপারেশন’। আমি চলতি অভিযান নিয়ে কথা বলব না।’’

আরও পড়ুন: বালাকোটের অভিযানে হত জঙ্গির সংখ্যা গুনল কে? অমিতই বা সংখ্যাটা জানাচ্ছেন কী করে?

ধানোয়ার এই মন্তব্যে প্রশ্ন উঠেছে, বালাকোটে জইশ-ই-মহম্মদের জঙ্গি শিবিরই কি শেষ নিশানা নয়! পাকিস্তানের মাটিতে এই ধরনের আরও জঙ্গি ঘাঁটিকে কি একই ভাবে নিশানা করা হতে পারে? পাকিস্তান মনে করছে, সে সম্ভাবনা পুরোদস্তুর রয়েছে। পাক বায়ুসেনা-প্রধান এয়ার চিফ মার্শাল মুজাহিদ আনোয়ার খান তাঁর অফিসারদের নির্দেশ দিয়েছেন, ‘‘দেশের সামনে চ্যালেঞ্জ এখনও শেষ হয়ে যায়নি। সর্বদা সজাগ থাকতে হবে পাহারায়। প্রস্তুত থাকতে হবে যে কোনও আগ্রাসনের জবাব দিতে।’’ ভারতের মিগ-২১ বিমান নামানোর জন্য আনোয়ার অভিনন্দন জানিয়ে বলেন, ‘‘পাক বায়ুসেনার জন্য গর্বিত। দারুণ কাজ করেছে।’’

আরও পড়ুন: গুজরাতের সাম্প্রদায়িক দাঙ্গা অতীত, মোদীর দাবি ঘিরে বিতর্ক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছিলেন, ‘‘রাফাল হাতে থাকলে বালাকোটে ফল আরও ভাল হত।’’ বিরোধীদের প্রশ্ন, তবে কি লক্ষ্যপূরণ হয়নি! মোদীর জবাব, ‘‘বলেছিলাম, রাফাল থাকলে আমাদের কোনও বিমান ওরা নামাতে পারত না। ওদের কোনও বিমানও বাঁচত না। রাফাল ঠিক সময়ে কেনা হলে, অনেক ফারাক হত। কিন্তু বিরোধীরা বলছেন, আমি নাকি বায়ুসেনার হামলা নিয়েই প্রশ্ন তুলেছি।’’ কংগ্রেসের আর পি এন সিংহের পাল্টা জবাব, ‘‘বায়ুসেনা-প্রধান তো মিগ-২১ ঢেলে সাজানো হয়েছে বলে জানিয়েছেন। প্রধানমন্ত্রী কেন তবে রাফালের অভাব নিয়ে রাজনীতি করছেন! ’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Drone Pakistan Sukhoi-30
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE