Advertisement
২৬ এপ্রিল ২০২৪
DGCA

যাত্রিবাহী সব বাণিজ্যিক আন্তর্জাতিক উড়ান বন্ধ ৩১ ডিসেম্বর পর্যন্ত

এই বিধিনিষেধের আওতায় যে কার্গো বিমানগুলি পড়বে না ডিজিসিএ-র তরফে সে কথাও জানিয়ে দেওয়া হয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২০ ১২:২৭
Share: Save:

কোভিড সংক্রমণের প্রেক্ষিতে ভারতে আসা ও ভারত থেকে যাওয়ার যাত্রিবাহী সব আন্তর্জাতিক উড়ান আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখা হল। এ ব্যাপারে আগে যে নিষেধাজ্ঞা জারি হয়েছিল তার মেয়াদ বাড়িয়ে দিল অসামরিক বিমান পরিবহণের ডাইরেক্টরেট জেনারেল (ডিজিসিএ)

ডিজিসিএ বৃহস্পতিবার একটি সার্কুলারে জানিয়েছে, ভারতে আসা ও ভারত থেকে যাওয়ার নির্ধারিত যাত্রিবাহী সব আন্তর্জাতিক উড়ান এ বছরের শেষ দিন পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে।

তবে এই বিধিনিষেধের আওতায় যে কার্গো বিমানগুলি পড়বে না ডিজিসিএ-র তরফে সে কথাও জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: লাইভ: রেল-পথ অবরোধ, বারাসতে বন্‌ধ সমর্থকদের পুলিশের লাঠি

আরও পড়ুন: মারাদোনা নেই, দুর্দান্ত-বিতর্কিত-ঘটনাবহুল অধ্যায়ের শেষ

সংক্রমণ ভয়াবহ আকার নেওয়ায় গত মার্চ থেকেই ভারতে আসা ও ভারত থেকে যাওয়ার সব যাত্রিবাহী আন্তর্জাতিক উড়ান বন্ধ করে দেয় ডিজিসিএ।

ডিজিসিএ-র তরফে অবশ্য এও জানানো হয়েছে, এই সময় খুব প্রয়োজনে সামান্য কয়েকটি রুটে বাছাই করা কয়েকটি আন্তর্জাতিক উড়ান চলাচলের অনুমতি দেওয়া হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

INTERNATIONAL PASSENGER FLIGHTS DGCA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE