Advertisement
E-Paper

তেলুগু অভিনেত্রী ভানুপ্রিয়ার বিরুদ্ধে নাবালিকা পাচারের অভিযোগ

পুলিশ জানিয়েছে, যে মহিলা অভিযোগ করেছিলেন তাঁর মেয়ের বয়স ১৫ বছরের বেশি নয়। মহিলা পুলিশের কাছে অভিযোগ করেন, পরিচারিকার কাজের জন্যই তাঁর মেয়েকে অন্ধ্রপ্রদেশ থেকে অভিনেত্রীর চেন্নাইয়ের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৫৩
তেলুগু অভিনেত্রী ভানুপ্রিয়া।

তেলুগু অভিনেত্রী ভানুপ্রিয়া।

নাবালিকাদের আটকে রাখা এবং মারধরের অভিযোগ উঠল তেলুগু-তামিল অভিনেত্রী ভানুপ্রিয়ার বিরুদ্ধে।

তাঁর নাবালিকা মেয়েকে চেন্নাইয়ের টি নগরে নিজের বাড়িতে আটকে রেখেছেন ভানুপ্রিয়া। অন্ধ্রপ্রদেশের সামালকোটে এই মর্মে অভিনেত্রীর নামে একটি অভিযোগ দায়ের করেন মেয়েটির মা। শুধু তাই নয়, মেয়ের সঙ্গে তাঁকে দেখা করতে দেওয়া হচ্ছে না অভিযোগ করেন ওই মহিলা।

বিষয়টি প্রকাশ্যে আসতেই শিশু অধিকার নিয়ে কাজ করা সমাজকর্মী অচ্যুত রাও জাতীয় শিশু অধিকার ও সুরক্ষা কমিশনের কাছে ঘটনাটি জানিয়ে একটি চিঠি লেখেন। পাশাপাশি, অভিনেত্রীকে গ্রেফতারের দাবিও তোলেন তিনি। সূত্রের খবর, কমিশনের আধিকারিকরা অভিযোগ পাওয়ার পরই ভানুপ্রিয়ার চেন্নাইয়ের বাড়িতে হানা দেয়। অভিযান চালানোর সময় অভিনেত্রীর বাড়ি থেকে তিন নাবালিকাকে উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

সমাজকর্মী অচ্যুত রাওয়ের দাবি, ভানুপ্রিয়ার বাড়ি থেকে চার নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। পাচারের উদ্দেশ্যে ওই মেয়েগুলোকে রাখা হয়েছিল কিনা বা তাদের যৌন নির্যাতন চালানো হয়েছে কি না, তা তদন্ত করার দাবিও জানান রাও। এনডিটিভি-কে তিনি বলেন, “শিশু অধিকার আইন লঙ্ঘন করেছেন ভানুপ্রিয়া ও তাঁর মা। এতগুলো মেয়েকে যদি অন্ধ্রপ্রদেশ থেকে চেন্নাই আনা হয়, তা হলে পাচারের জোরালো সন্দেহ ওঠে বইকি।”

আরও পড়ুন: ‘দেখি তুই কী করে বের হবি’, কৃষ্ণনগরে হেনস্থার শিকার ইমন

পুলিশ জানিয়েছে, যে মহিলা অভিযোগ করেছিলেন তাঁর মেয়ের বয়স ১৫ বছরের বেশি নয়। মহিলা পুলিশের কাছে অভিযোগ করেন, পরিচারিকার কাজের জন্যই তাঁর মেয়েকে অন্ধ্রপ্রদেশ থেকে অভিনেত্রীর চেন্নাইয়ের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁকে মাসিক ১০ হাজার টাকা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু গত ১৮ মাস ধরে একটা টাকাও তাঁকে দেননি ভানুপ্রিয়া।

মহিলার দাবি, কিছু দিন আগেই অন্য এক জনের মোবাইল থেকে ফোন করেছিল তাঁর মেয়ে। সে তখন জানায়, শারীরিক ও যৌন নির্যাতন চালানো হচ্ছে তার উপর। খবর পেয়েই গত ১৮ জানুয়ারি অভিনেত্রীর চেন্নাইয়ের বাড়িতে যান। কিন্তু তাঁকে ঢুকতে দেওয়া হয়নি বলে পুলিশের কাছে অভিযোগ করেন মহিলা।

যদিও নবালিকাদের আটকে রেখে নির্যাতন চালানো এবং পাচারের সব অভিযোগ খারিজ করে দিয়েছেন ভানুপ্রিয়া। পাল্টা ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ আনেন। তাঁর অভিযোগ, মহিলা তাঁর কাছে মেয়ের বয়স ১৮ বলেছিলেন। শুধু তাই নয়, বাড়ি থেকে গয়না, টাকা এমনকি বেশ কিছু ইলেকট্রনিক গ্যাজেটও চুরি করে মেয়েটি। সেগুলো সে তার মাকে দিয়ে দেয়। তার পরই ভানুপ্রিয়া ওই মহিলার বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করেন পুলিশের কাছে।

আরও পড়ুন: খুন করে পুঁতে দিয়েছিল প্রেমিক, স্বপ্নে মিলল রহস্যের সমাধান!

ভানুপ্রিয়া বলেন, “চুরি করা জিনিসগুলো ফেরত দেওয়ার জন্য মহিলাকে বলেছিলেন তিনি। শুধু আই প্যাড ফেরত দিয়েছেন। ঘড়ি, ক্যামেরা এবং বাকি মূল্যবান জিনিসপত্র ফেরত দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু দেননি। তাই এখন অন্ধ্রপ্রদেশে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছেন মহিলা।”

পুলিশ ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। ভানুপ্রিয়ার ভাইয়ের বিরুদ্ধেও একটি মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে বলে অন্ধ্রপ্রদেশ পুলিশ সূত্রে খবর।

অন্ধ্রপ্রদেশের জনপ্রিয় অভিনেত্রী ভানুপ্রিয়া। অভিনয় করেছেন বহু তেলুগু ও তামিল ছবিতে।

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)

Bhanupriya Telugu Actress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy