তিনটে ‘মিথ’ ভেঙে দিল ভারত, বিশ্বের সামনে চিনা অস্ত্রাগারের দুর্বলতাও প্রকট, দিল্লির নতুন ‘সমরতত্ত্ব’ বদলে দেবে ছবি
পাকিস্তান মূলত চিনা প্রযুক্তিই ব্যবহার করছিল। দেখা গেল, চিনা এয়ার ডিফেন্স সিস্টেম ভারতীয় আক্রমণের সামনে দাঁড়াতেই পারছে না। দেখা গেল, চিনা ড্রোন পাঠিয়ে ভারতে হামলার চেষ্টা করে কোনও লাভ হচ্ছে না।