Advertisement
২৪ এপ্রিল ২০২৪

আরও কাছে চাঁদ, চন্দ্রযান পুরো চাঙ্গা

এ দিন সকাল ৯টা ৪ মিনিটে শুরু হয় পথ বদলের কাজটি। চলে ১৯ মিনিট ৫০ সেকেন্ড ধরে। ইসরো জানাচ্ছে, তৃতীয় দফায় কক্ষপথ বদলের কাজটিও মসৃণ ভাবে হয়েছে ও চন্দ্রযান-২ পুরো চাঙ্গা।

চন্দ্রযান ২। ছবি সৌজন্য টুইটার।

চন্দ্রযান ২। ছবি সৌজন্য টুইটার।

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৯ ০৩:১৮
Share: Save:

আর মাত্র ১১ দিন, চাঁদের মাটিতে নামতে। তার আগের প্রতিটি ধাপ মসৃণ ভাবে পেরিয়ে চলেছে ভারতের চন্দ্রযান-২। চাঁদের কক্ষপথে ঢুকে পড়েছিল গত ২০ অগস্ট। পরের দিন সেটিকে চাঁদের আরও কাছের কক্ষপথে নামিয়ে আনে ইসরো। আজ তৃতীয় বার কক্ষপথ বদলে চাঁদের আরও কাছের কক্ষপথে পৌঁছে গেল চন্দ্রযান-২।

এ দিন সকাল ৯টা ৪ মিনিটে শুরু হয় পথ বদলের কাজটি। চলে ১৯ মিনিট ৫০ সেকেন্ড ধরে। ইসরো জানাচ্ছে, তৃতীয় দফায় কক্ষপথ বদলের কাজটিও মসৃণ ভাবে হয়েছে ও চন্দ্রযান-২ পুরো চাঙ্গা। এর সব যন্ত্রপাতি ঠিকঠাক কাজ করছে। এটির বর্তমান কক্ষপথটি হল ১৭৯ x ১৪১২ কিলোমিটার। অর্থাৎ উপবৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে এটি কখনও চাঁদের ১৭৯ কিলোমিটারের মধ্যে চলে আসছে। আবার কখনও ছুটে
যাচ্ছে দূরে, ১৪১২ কিলোমিটার পর্যন্ত। কাছ দিয়ে যাওয়ার সময় চাঁদের গায়ের আগের চেয়েও ভাল ও স্পষ্ট কিছু ছবি তোলার সুযোগ পাবে চন্দ্রযান-২।

৭ সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরুর কাছে ল্যান্ডার বিক্রমকে আলতো ভাবে নামাতে হলে, তার আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ সারতে হবে ইসরোর বিজ্ঞানীদের। এক, চন্দ্রযান-২-কে চাঁদের আরও কাছে নিয়ে যাওয়া। দুই, উপবৃত্তাকার পথের বদলে বৃত্তাকার কক্ষপথে সেটিকে স্থাপন করা। যাতে, পরিক্রমার সময় চাঁদের সঙ্গে দূরত্বের বাড়া-কমাটা বন্ধ হয়। তিন, চন্দ্রযান-২-এর অরবিটার ও ল্যান্ডারকে আলাদা করা। চার, এর পরে শুরু হবে ল্যান্ডারের গতি কমানো ও অভিমুখ বদলের কাজ। যাতে সেটির সফ্‌ট ল্যান্ডিং সম্ভব হয়।

চাঁদের আরও কাছে নিয়ে যেতে চন্দ্রযান-২-এর কক্ষপথে পরের বদলটি ঘটানো হবে ৩০ অগস্ট, আগামী শুক্রবার। সন্ধে ছ’টা থেকে সাতটার মধ্যে। এর পরে আরও এক বার পথ বদল ঘটিয়ে সেটিকে চাঁদের পিঠ থেকে ১০০ কিলোমিটার দূরের বৃত্তাকার কক্ষপথে নিয়ে যাওয়া হবে। রোভার প্রজ্ঞানকে পেটে নিয়ে ল্যান্ডার বিক্রম চন্দ্রযান ২-এর অরবিটার অংশ থেকে আলাদা হয়ে যাবে ১ সেপ্টেম্বর গভীর রাতে। ১টা ৫৫ মিনিটে। এর পর আসবে ইসরো-প্রধান কে শিবনের ভাষায় ‘দুর্ধর্ষ’ কিছু মুহূর্ত। চন্দ্রযান-২-এর অবতরণ পর্ব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Chandrayaan 2 ISRO Moon
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE