Advertisement
২০ এপ্রিল ২০২৪

পোশাক বাছুন মুড অনুযায়ী

ফিউশন বা মিক্স অ্যান্ড ম্যাচ করে সাজুন, যেমনটা বলে মন! কোয়েল মল্লিকের কাছ থেকে  সাজের ‘কিউ’ নিয়ে নিন ফিউশন বা মিক্স অ্যান্ড ম্যাচ করে সাজুন, যেমনটা বলে মন! কোয়েল মল্লিকের কাছ থেকে  সাজের ‘কিউ’ নিয়ে নিন

শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৮ ০০:২১
Share: Save:

আপনি টমবয়িশ? কেমন সাজেন, কেমন পোশাক পরেন— লোকে দেখে-ভেবে তার কূলকিনারা পায় না? আবার সেই আপনিই কিনা বিয়েবাড়ির শ্রী-ময়ী, যার শাড়ি পরার কায়দা আর ব্লাউজের রং ফেসবুকে শয়ে শয়ে লাইক কুড়োয়? তা হলে জানবেন, নিজের মুড-মর্জি মতো সাজতে আপনি ভালবাসেন। ঠিক যেমন কোয়েল মল্লিক। মানে মৈনাক ভৌমিকের ‘ঘরে অ্যান্ড বাইরে’র লাবণ্য। তার কাছ থেকে শিখে নিন জেন এক্স-এর মুড মাফিক সাজের ধরনধারণ!

জিনিস বটে জিন্‌স

ছবির চরিত্র নিয়ে কোয়েল বললেন, ‘‘লাবণ্যকে সবাই বলে, শাড়ি পরলে ওকে সুন্দর দেখায়। কিন্তু ও হল গেছো! ফাটা জিন্‌স পরে ঘুরে বেড়ায়!’’ তবে ফাটা জিনস বা ‘রিপ্ড জিনস’ গত দুই সিজন ধরে ভীষণ ইন। তাকেই স্টাইল করুন নানা ভাবে, মর্জি অনুযায়ী। ক্যাজুয়াল মেজাজে থাকলে লং সিল্যুয়েটের কুর্তির সঙ্গে ফুল লেংথ জিন্‌স একটু গুটিয়ে পরে নিন। যেমন কোয়েল পরেছেন। কিংবা স্টাইল করুন ব্যাগি টি-শার্টের সঙ্গে। এখন বিভিন্ন রকম রং ও মেটিরিয়ালের কেপ জনপ্রিয়। মিক্স অ্যান্ড ম্যাচের ইচ্ছে হলে, সলিড কালারের ট্যাঙ্ক টপের সঙ্গে রিপ্‌ড জিন্‌স আর টাই অ্যান্ড ডাই বা ইক্কতের কেপ পরে নিলে আপনি সুপার স্টাইলিশ! আর সাহসী হওয়ার মুড হলে জিনস-টিশার্টের কম্বিনেশনে উজ্জ্বল একরঙা শাড়ি জড়িয়ে নিন। সঙ্গে সাদা কেডস। এখানে কোয়েল পরেছেন ফুশিয়া র-সিল্কের শাড়ি। আপনি লেমন ইয়েলো, পিকক ব্লু বা এমারেল্ড গ্রিনও পরতে পারেন। তবে টি-শার্টের রং মানানসই হতে হবে।

স্টেটমেন্টেই চেকমেট

লাবণ্য নিশ্চিত ভাবে টমবয়িশ। কিন্তু চেনাজানা, ছকে বাঁধা সংজ্ঞায় টমবয় বলতে যেটা বোঝায়, তার লুক কিন্তু এ ছবিতে সে রকম নয়। লম্বা চুলে সফট কার্ল, ঠোঁটে নুড লিপস্টিক আর চোখে মাস্কারা... টমবয়িশ লুকেও এসেছে কোমল ছায়া। তবে লাবণ্যর লুকের সবচেয়ে ইন্টারেস্টিং দিক হাতের চাঙ্কি ব্রেসলেট! গলায় একটা সাধারণ নেকব্যান্ড। এর বাইরে কোনও অ্যাকসেসরি ব্যবহার করা হয়নি। কলেজ পড়ুয়া বা ইয়ং অফিস গোয়াররা এ রকম লুক ক্যারি করতে পারেন। স্মার্ট ক্যাজুয়াল সাজে একটা ‘এজি’ ব্যাপার আনতে অ্যাকসেসরির জুড়ি নেই। কোয়েল যেমন ব্রেসলেট দিয়ে স্টেটমেন্ট তৈরি করেছেন, আপনি সে ভাবেই চাঙ্কি হার বা আঙুলে একাধিক সিলভার রিং‌ পরে তৈরি করুন স্টেটমেন্ট।

ট্রাস্ট ইন কনট্রাস্ট

যতই ‘গেছো মেয়ে’ হয়ে পাড়া বেড়াক, লাবণ্যর কাজটা ভাবগম্ভীর। ছবিতে সে মিউজিক থেরাপিস্ট। রবীন্দ্রনাথ তার মননে। ফলে কোয়েলের লুকে মননশীল দিকও রয়েছে। ‘‘ছবিতে আমার তিনটে শাড়ি-লুক আছে। শাড়িগুলো এথনিক হলেও মজাটা ব্লাউজের কনট্রাস্ট রঙে,’’ বললেন কোয়েল। হালকা সবুজ শাড়ির সঙ্গে কোরাল পিঙ্ক ব্লাউজ, সাদা জমিন, রানি পা়ড় শাড়ির সঙ্গে কচি কলাপাতা ব্লাউজ— এই কম্বিনেশনগুলোই লাবণ্যর লুক। কোয়েলের ব্যাখ্যা, ‘‘আসলে লাবণ্য ভীষণ ভাবে আধুনিক। ফলে তার লুকে একটা বুদ্ধিদীপ্ত খামখেয়ালিপনা যেমন রয়েছে, তেমনই আছে রুচিশীল রাবীন্দ্রিক টোন। আফটার অল ইট’স ঘরে-বাইরে (হাসি)!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dress Up Mood Swings Koel Mallick
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE