Advertisement
E-Paper

শালেই থাকুক ট্রেন্ডি উষ্ণতা

হয় কাঁধের পাশ থেকে লম্বা করে ঝুলিয়ে রাখা, না হয় এক কাঁধে ফেলে আর এক পাশ দিয়ে নিজেকে মুড়ে ফেলা! শাল নেওয়ার পুরনো সব কায়দা সরিয়ে রইল নতুন ড্রেপিংয়ের হদিশহয় কাঁধের পাশ থেকে লম্বা করে ঝুলিয়ে রাখা, না হয় এক কাঁধে ফেলে আর এক পাশ দিয়ে নিজেকে মুড়ে ফেলা! শাল নেওয়ার পুরনো সব কায়দা সরিয়ে রইল নতুন ড্রেপিংয়ের হদিশ

অন্তরা মজুমদার

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮ ০০:১১

শাড়ির সঙ্গে স্টাইলিশ কায়দায় শাল নিতে চাইলে এই পদ্ধতি অনুসরণ করতে পারেন। কুঁচি দিয়ে সাধারণ ভাবে শাড়িটা পরে ফেলুন। আঁচলও প্লিট করে নিন। সেফটিপিন দিয়ে আটকে রাখুন। তবে কাঁধে ফেলবেন না। তার পর শালটা নিয়ে দু’কাঁধের উপর থেকে ঝুলিয়ে নিন ছবির মতো করে। সামনের দিক থেকে শালের দুই ধার তিন-চারটি সেফটিপিন দিয়ে আটকে নিন। আড়াল করে আটকাবেন, যেন বাইরে থেকে সেফটিপিন দেখা না যায়। হাতের কাছটাও গুটিয়ে থ্রি-কোয়ার্টার করে নিন। তার পরে একটা চওড়া বেল্ট কোমরে বেঁধে নিন শক্ত করে। এ বার আঁচলটা পিছন থেকে ঘুরিয়ে নিয়ে সামনে থেকে ঝুলিয়ে পিন আপ করে নিন। মনে হবে শাড়ির সঙ্গে এথনিক জ্যাকেট পরেছেন! তবে শাড়ির সঙ্গে শালের রং যেন বেমানান না লাগে, সেটা খেয়াল রাখবেন। যে হেতু এখন বিয়ের মরসুম চলছে, এ ভাবে সেজে কিন্তু অনুষ্ঠান বাড়িতে সহজেই যেতে পারেন। সকলের নজর থাকবে আপনার উপরেই।

শাল দিয়েই কী সুন্দর পঞ্চো স্টাইল কুর্তি বানিয়ে নেওয়া যায়, সেই সহজ কায়দা না দেখলে বিশ্বাস হবে না! পছন্দের শাল নিয়ে আড়াআড়ি ভাবে গায়ে ফেলুন। তার পর সামনের দুটো ধার নিয়ে তিন-চারটে সেফটিপিন দিয়ে আটকে নিন। একদম নীচ পর্যন্ত আটকাবেন না, তা হলে হাত বার করতে অসুবিধে হবে। নীচে সাধারণ টপ বা স্প্যাগেটি পরে নিন। আর শালের রঙের সঙ্গে মানানসই লেগিংস বা জিনস পরে নিলেই আপনার লুক একেবারে রেডি!

জিনস-টি শার্টের সঙ্গে শাল? শুনতে ‘ফ্যাশন ডিজ়াস্টার’ হলেও কায়দা জানলে এতেও বাজিমাত হবে! সাধারণ জিনস-টপ যেগুলো আপনি নিয়মিত পরেন, সে রকমই কিছু একটা পরে নিন। তার পরে একটা ট্রেন্ডি ডিজ়াইনের হালকা শাল অথবা পশমিনা নিয়ে সামনের দিক থেকে আড়াআড়ি ভাবে গায়ে ফেলুন। হাতের কাছটা একটু গুটিয়ে নিন, নেকলাইনের কাছে একটু প্লিট ফেলে নিন। তার পরে ঝুলে থাকা অংশ দুটো পিছনে নিয়ে সুন্দর করে বো বেঁধে নিন। শাল দিয়ে স্টাইলিশ শ্রাগ বানানোর অনন্য উপায়!

ছবি: শুভদীপ ধর; মডেল: মুনমুন রায়; মেকআপ, হেয়ার ও ড্রেপিং: মৈনাক দাস; শাল সৌজন্য: সাস্যা

শুটিং সহযোগিতা: ট্রাভেলিস্তান

Fashion Trendy Shawl
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy