সোনা কিনে সুদ? ভাবছেন এ আবার কেমন কথা? শুনতে অদ্ভুত লাগলেও ব্যাপারটা কিন্তু সত্যি। কেন্দ্রীয় সরকার বাজারে ছেড়েছে সভেরেইন গোল্ড বন্ড সিরিজ ১২। কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে ৫ মার্চ। তাই কিনতে হলে দ্রুত যোগাযোগ করুন নিজের ব্যাঙ্কের সঙ্গে। রাষ্ট্রায়ত্ত অনেক ব্যাঙ্ক থেকেই আপনি কিনতে পারবেন এই ঋণ পত্র। চোখ রাখা যাক এর বৈশিষ্টের উপর।
·একটি ঋণপত্রের মূল্য হবে ১ গ্রাম ৯৯.৯ শতাংশ খাঁটি সোনার দামের সমান
·ঋণপত্র পিছু দাম ধরা হয়েছে ৪৬১২ টাকা (১ গ্রাম সোনার দাম)