Advertisement
০৫ মে ২০২৪
Presents
Personal Finance 2023

সরকারি ঋণপত্র এখন হাতের নাগালে, তহবিল করে কিনতে পারবেন নিজেই

সাধারণের জন্য ঋণপত্র কেনাবেচার পদ্ধতি সহজ করতে রিজার্ভ ব্যাঙ্ক সম্প্রতি আরবিআই রিটেল ডাইরেক্ট খুলেছে। এটি আপনার ডিম্যাট অ্যাকাউন্টের মতোই। জেনে নিন ঋণপত্র কেনাবেচার জন্য কী ভাবে ব্যবহার করবেন রিটেল ডাইরেক্ট।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১১:০২
Share: Save:

সাধারণের পক্ষে সরকারি ঋণপত্র সরাসরি কেনা ছিল প্রায় অসম্ভব। বাজারে নতুন ছাড়া ঋণপত্র কিনতে যত খরচ হত, এত কাল তা ছিল আমজনতার আয়ত্তের বাইরে। আর বাজারে আসার পরে তা সরাসরি কেনাও ছিল এক ঝক্কির ব্যাপার।

একমাত্র উপায় ছিল মিউচুয়াল ফান্ড। সাধারণের জন্য ঋণপত্র কেনাবেচার পদ্ধতি সহজ করতে রিজার্ভ ব্যাঙ্ক সম্প্রতি আরবিআই রিটেল ডাইরেক্ট খুলেছে। এটি আপনার ডিম্যাট অ্যাকাউন্টের মতোই।

জেনে নিন ঋণপত্র কেনাবেচার জন্য কী ভাবে ব্যবহার করবেন রিটেল ডাইরেক্ট:

  • আরবিআই রিটেল ডাইরেক্ট ওয়েবসাইটে যান।
  • সঙ্গে রাখুন প্যান কার্ড, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফসি, যোগাযোগের জন্য ইমেল,মোবাইল নম্বর।
  • এবার যান ওপেন আরবিআই ডাইরেক্ট অ্যাকাউন্ট-এ।
  • খুঁজে নিন রেজিস্টার হিয়ার এবং তথ্য দিয়ে ফর্ম পূরণ করুন।
  • আপনার নাম, প্যান কার্ড নম্বর, জন্মদিন এবং সাল ও মোবাইল নম্বর লিখুন।
  • মোবাইলে আসা ওটিপি যাচাই করে দিন।
  • এর পরেই যে তথ্য আপনি ফর্মে ভরেছেন, তা ফুটে উঠবে আপনার কম্পিউটারের পর্দায়।
  • দেখে নিন সব তথ্য ঠিকঠাক দিয়েছেন কিনা। এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এর উপর ভিত্তি করেই আপনার লেনদেন চালুর প্রাথমিক প্রক্রিয়া শুরু হবে। সব ঠিক থাকলে সাবমিট বোতাম টিপুন।
  • এর পরে আসবে কেওয়াইসির পর্ব।
  • এবার আপনার নির্দিষ্ট ব্যাঙ্ক বাছাই করুন এবং ব্ল্যাঙ্ক চেকের কপি দিন নির্ধারিত আপলোড অপশনে।
  • আপনার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠাবে রিজার্ভ ব্যাঙ্ক, যা আবার আপনাকে ফেরত দিতে হবে। এটা হল আপনার ব্যাঙ্কের তথ্য ঠিক কিনা তা যাচাইয়ের প্রক্রিয়া।
  • এর পরে আবার কম্পিউটারের পর্দায় ফুটে উঠবে যাবতীয় তথ্য, যা আপনি ওয়েবসাইটে ভরেছেন। সবঠিক থাকলে সাবমিট বোতামটি টিপুন। এবং তৈরি হোন ঋণপত্র বেচাকেনায় নামতে।

এই পোর্টালের মাধ্যমে ঋণপত্র কেনাবেচা বা অ্যাকাউন্ট চালু রাখতে আপনার কাছ থেকে কোনওটাকা নেয় না রিজার্ভ ব্যাঙ্ক। তবে ঋণপত্র কেনাবেচার কিন্তু একটা ঝুঁকি আছে। ঋণপত্রের মেয়াদ শেষ হলেই তা ভাঙিয়ে নেওয়া কম ঝুঁকির। তবে আপনি যদি ঋণপত্রের বাজার বোঝেন, তা হলে তা অন্য প্রশ্ন।

বিশেষজ্ঞদের কাছে সমাধান খুঁজতে সঞ্চয় নিয়ে আমাদের প্রশ্ন পাঠান — takatalk2023@abpdigital.in এই ঠিকানায় বা হোয়াটস অ্যাপ করুন এই নম্বরে — ৮৫৮৩৮৫৮৫৫২আপনার আয়, খরচ এবং সঞ্চয় জানাতে ভুলবেন না। পরিচয় গোপন রাখতে চাইলে অবশ্যই জানান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE