তাঁর কাটারে বিধ্বস্ত সবাই। বাঁ হাতি এই বাঙালি পেসার যে দিন থেকে খেলা শুরু করেছেন, সে দিন থেকেই ব্যাটসম্যানদের ত্রাস সৃষ্টি করেছেন। বিশ্ব ক্রিকেটের নতুন সেনসেশন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ব্যাটসম্যানদের রাতের ঘুম কেড়েছেন। শনিবার তাঁর অসামান্য স্পেল দেখে চমকে উঠেছেন বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটাররা। ১৯ বছরের এই তরুণ পেসার প্রথম দু’টি ওয়ানডেতেই নিয়েছিলেন ১১ টি উইকেট। সঙ্গে গ্যালারিতে দেখে নিন মুস্তাফিজুর সম্পর্কে এক ডজন তথ্য যা আপনি না-ও জানতে পারেন।
আরও পড়ুন:
আইপিএলে দল বদলে সফল হয়েছেন যাঁরা