8 Bollywood Marriages which Infidelity Couldn’t Break dgtl
তৃতীয় ব্যক্তির উপস্থিতিও ভাঙেনি যে সব বিয়ে
বলিউড এমন একটা জায়গা যেখানে রোজই চলছে সম্পর্ক ভাঙাগড়ার খেলা। সম্পর্ক তৈরি হতেও যেমন সময় লাগে না, সময় লাগ না সম্পর্ক ভাঙতেও। বলিউডে বর্তমানে বিয়ে ভাঙার খেলা চলছে। কিন্তু বলিউডে এমনও সব দম্পতি আছেন যাঁরা টানাপড়েনের ঝড় সামলেও ভাঙেননি বিয়ে। গ্যালারিতে এমনই সব জমজমাটি জুটির কয়েক ঝলক।
অমিতাভ-জয়া বচ্চন: রেখার সঙ্গে সম্পর্কে জড়ান অমিতাভ বচ্চন। বিগ-বি নিজে থেকে কোন দিনই সম্পর্কের ব্যাপারে একটি কথাও বলেননি। চুপ থেকেছেন। রেখা বললেও, রহস্য রেখেছেন। এই জুটিকে শেষ দেখা যায় যশ চোপড়ার সিলসিলায়। একই ছবিতে ছিলেন জয়া বচ্চনও। তার পর প্রকাশ্যে রেখা-অমিতাভকে কথা বলতে দেখা যায়নি। সময়ের সঙ্গে দৃঢ় হয়েছে অমিতাভ-জয়ার সম্পর্ক।
শেষ আপডেট: ০১ মার্চ ২০১৬ ০৯:২১
Share
Save
বলিউড এমন একটা জায়গা যেখানে রোজই চলছে সম্পর্ক ভাঙাগড়ার খেলা। সম্পর্ক তৈরি হতেও যেমন সময় লাগে না, সময় লাগ না সম্পর্ক ভাঙতেও। বলিউডে বর্তমানে বিয়ে ভাঙার খেলা চলছে। কিন্তু বলিউডে এমনও সব দম্পতি আছেন যাঁরা টানাপড়েনের ঝড় সামলেও ভাঙেননি বিয়ে। গ্যালারিতে এমনই সব জমজমাটি জুটির কয়েক ঝলক।