Advertisement
১৭ জুন ২০২৪
Salman Khan

সলমন নন, ‘বিগ বস্’ সঞ্চালনার জন্য অন্য এক মহাতারকাকে প্রস্তাব দিয়েছিলেন নির্মাতারা

বহু বছর ধরে একনিষ্ঠ ভাবে শোয়ের সঞ্চালনার দায়িত্ব পালন করে যাচ্ছেন বলিউডের ‘ভাইজান’ সলমন খান।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৩ ১৭:২৮
Share: Save:
০১ ১৮
টেলিভিশনের পর্দায় জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের তালিকায় প্রথম সারিতে রয়েছে ‘বিগ বস্’-এর নাম। শোয়ের জনপ্রিয়তার নেপথ্যে অন্যতম কারণ হলেন বলি অভিনেতা সলমন খান। বহু বছর ধরে একনিষ্ঠ ভাবে শোয়ের সঞ্চালনার দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। কিন্তু সঞ্চালক হিসাবে সলমন নন, বরং বলিউডের অন্য মহাতারকাকে চেয়েছিলেন নির্মাতারা।

টেলিভিশনের পর্দায় জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের তালিকায় প্রথম সারিতে রয়েছে ‘বিগ বস্’-এর নাম। শোয়ের জনপ্রিয়তার নেপথ্যে অন্যতম কারণ হলেন বলি অভিনেতা সলমন খান। বহু বছর ধরে একনিষ্ঠ ভাবে শোয়ের সঞ্চালনার দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। কিন্তু সঞ্চালক হিসাবে সলমন নন, বরং বলিউডের অন্য মহাতারকাকে চেয়েছিলেন নির্মাতারা।

০২ ১৮
২০০৬ সাল থেকে ছোট পর্দায় সম্প্রসারণ শুরু হয় ‘বিগ বস্’-এর। প্রথম সিজ়নে সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছিল বলি অভিনেতা আরশাদ ওয়ারসিকে।

২০০৬ সাল থেকে ছোট পর্দায় সম্প্রসারণ শুরু হয় ‘বিগ বস্’-এর। প্রথম সিজ়নে সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছিল বলি অভিনেতা আরশাদ ওয়ারসিকে।

০৩ ১৮
‘বিগ বস্’-এর প্রথম সিজ়নের পর সঞ্চালকের আসনে বার বার পরিবর্তন আসে। শো সঞ্চালনার জন্য বলিপাড়ার তারকাদেরকেই বেছে নিতেন শোয়ের নির্মাতারা। বলি অভিনেত্রী শিল্পা শেট্টিও বসেছেন সঞ্চালকের আসনে।

‘বিগ বস্’-এর প্রথম সিজ়নের পর সঞ্চালকের আসনে বার বার পরিবর্তন আসে। শো সঞ্চালনার জন্য বলিপাড়ার তারকাদেরকেই বেছে নিতেন শোয়ের নির্মাতারা। বলি অভিনেত্রী শিল্পা শেট্টিও বসেছেন সঞ্চালকের আসনে।

০৪ ১৮
বাদ পড়েননি বলিউডের ‘অ্যাংরি ইয়ং ম্যান’। ‘বিগ বস্’ সঞ্চালনার দায়িত্ব পালন করেছিলেন অমিতাভও। কিন্তু ২০১০ সালে ‘বিগ বস্’-এর সঞ্চালকের আসনে আবার মুখবদল করেন নির্মাতারা।

বাদ পড়েননি বলিউডের ‘অ্যাংরি ইয়ং ম্যান’। ‘বিগ বস্’ সঞ্চালনার দায়িত্ব পালন করেছিলেন অমিতাভও। কিন্তু ২০১০ সালে ‘বিগ বস্’-এর সঞ্চালকের আসনে আবার মুখবদল করেন নির্মাতারা।

০৫ ১৮
কানাঘুষো শোনা যায়, অমিতাভ নাকি নিজে থেকেই ‘বিগ বস্’ থেকে সরে যান। অভিনেতার হাতে প্রচুর কাজ চলে আসায় শোয়ের জন্য আলাদা ভাবে শুটিংয়ের সময় বার করতে পারছিলেন না তিনি। তাই শোয়ের নির্মাতারা অন্য তারকার সন্ধান শুরু করেন।

কানাঘুষো শোনা যায়, অমিতাভ নাকি নিজে থেকেই ‘বিগ বস্’ থেকে সরে যান। অভিনেতার হাতে প্রচুর কাজ চলে আসায় শোয়ের জন্য আলাদা ভাবে শুটিংয়ের সময় বার করতে পারছিলেন না তিনি। তাই শোয়ের নির্মাতারা অন্য তারকার সন্ধান শুরু করেন।

০৬ ১৮
অমিতাভের পর ‘বিগ বস্’ রিয়্যালিটি শোয়ের সঞ্চালনার দায়িত্ব পান বলি অভিনেতা সলমন খান। কিন্তু নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন না তিনি।

অমিতাভের পর ‘বিগ বস্’ রিয়্যালিটি শোয়ের সঞ্চালনার দায়িত্ব পান বলি অভিনেতা সলমন খান। কিন্তু নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন না তিনি।

০৭ ১৮
সলমন নন, বলিউডের বাদশাহ শাহরুখ খানকে সঞ্চালনার প্রস্তাব দিয়েছিলেন ‘বিগ বস্’-এর নির্মাতারা। কিন্তু শাহরুখও সে প্রস্তাব খারিজ করে দেন।

সলমন নন, বলিউডের বাদশাহ শাহরুখ খানকে সঞ্চালনার প্রস্তাব দিয়েছিলেন ‘বিগ বস্’-এর নির্মাতারা। কিন্তু শাহরুখও সে প্রস্তাব খারিজ করে দেন।

০৮ ১৮
বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, হিন্দি ফিল্মজগৎ থেকে শুরু করে ধারাবাহিক জগতের প্রযোজক এবং পরিচালকেরা অমিতাভের পর শাহরুখকেই বড় মাপের ‘সুপারস্টার’ হিসাবে গণ্য করেন। তাই অমিতাভের পর শাহরুখের কাছেই সঞ্চালনার প্রস্তাব নিয়ে যান শোয়ের নির্মাতারা।

বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, হিন্দি ফিল্মজগৎ থেকে শুরু করে ধারাবাহিক জগতের প্রযোজক এবং পরিচালকেরা অমিতাভের পর শাহরুখকেই বড় মাপের ‘সুপারস্টার’ হিসাবে গণ্য করেন। তাই অমিতাভের পর শাহরুখের কাছেই সঞ্চালনার প্রস্তাব নিয়ে যান শোয়ের নির্মাতারা।

০৯ ১৮
‘কৌন বনেগা ক্রোড়পতি’ শোয়ের ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে দেখা যায়। বহু বছর ধরে এই শোয়ের সঞ্চালনার সঙ্গে যুক্ত ছিলেন অমিতাভ বচ্চন। কিন্তু ২০০৭ সালে মুখবদল হয়।

‘কৌন বনেগা ক্রোড়পতি’ শোয়ের ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে দেখা যায়। বহু বছর ধরে এই শোয়ের সঞ্চালনার সঙ্গে যুক্ত ছিলেন অমিতাভ বচ্চন। কিন্তু ২০০৭ সালে মুখবদল হয়।

১০ ১৮
অমিতাভের পরিবর্তে সঞ্চালকের আসনে দেখা যায় শাহরুখকে। পরে অবশ্য অমিতাভকেই পুরনো ভূমিকায় দে‌খা যায়।

অমিতাভের পরিবর্তে সঞ্চালকের আসনে দেখা যায় শাহরুখকে। পরে অবশ্য অমিতাভকেই পুরনো ভূমিকায় দে‌খা যায়।

১১ ১৮
বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, অমিতাভ অসুস্থ থাকার কারণে সে বছর ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে সঞ্চালনা করতে পারেননি। অমিতাভের অনুপস্থিতিতে তাই শাহরুখের কাছে প্রস্তাব নিয়ে যান শোয়ের নির্মাতারা।

বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, অমিতাভ অসুস্থ থাকার কারণে সে বছর ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে সঞ্চালনা করতে পারেননি। অমিতাভের অনুপস্থিতিতে তাই শাহরুখের কাছে প্রস্তাব নিয়ে যান শোয়ের নির্মাতারা।

১২ ১৮
‘কৌন বনেগা ক্রোড়পতি’র তৃতীয় সিজ়নে সঞ্চালনার ভূমিকায় দেখা যায় শাহরুখকে। কিন্তু শোয়ের টিআরপি হঠাৎ কমতে থাকায় পরবর্তী সিজ়নে আবার অমিতাভকে ফিরিয়ে নিয়ে আসা হয়।

‘কৌন বনেগা ক্রোড়পতি’র তৃতীয় সিজ়নে সঞ্চালনার ভূমিকায় দেখা যায় শাহরুখকে। কিন্তু শোয়ের টিআরপি হঠাৎ কমতে থাকায় পরবর্তী সিজ়নে আবার অমিতাভকে ফিরিয়ে নিয়ে আসা হয়।

১৩ ১৮
‘বিগ বস্’-এর ক্ষেত্রেও অমিতাভ অন্য শুটিং নিয়ে ব্যস্ত থাকার ফলে সময় বার করতে পারেননি। ফলে শাহরুখের কাছে সঞ্চালনার প্রস্তাব নিয়ে যাওয়া হয়। কিন্তু শো নির্মাতাদের প্রস্তাবে রাজি হননি শাহরুখ।

‘বিগ বস্’-এর ক্ষেত্রেও অমিতাভ অন্য শুটিং নিয়ে ব্যস্ত থাকার ফলে সময় বার করতে পারেননি। ফলে শাহরুখের কাছে সঞ্চালনার প্রস্তাব নিয়ে যাওয়া হয়। কিন্তু শো নির্মাতাদের প্রস্তাবে রাজি হননি শাহরুখ।

১৪ ১৮
‘বিগ বস্’-এ সঞ্চালনার প্রস্তাব শাহরুখ খারিজ করলে সলমনের কাছে যান শোয়ের নির্মাতারা। তাঁদের প্রস্তাবে রাজিও হয়ে যান সলমন। সলমনের উপস্থিতিতে শোয়ের টিআরপি এক লাফে উপরের দিকে উঠে যায়।

‘বিগ বস্’-এ সঞ্চালনার প্রস্তাব শাহরুখ খারিজ করলে সলমনের কাছে যান শোয়ের নির্মাতারা। তাঁদের প্রস্তাবে রাজিও হয়ে যান সলমন। সলমনের উপস্থিতিতে শোয়ের টিআরপি এক লাফে উপরের দিকে উঠে যায়।

১৫ ১৮
সলমনের সঙ্গে চুক্তি করে নেন ‘বিগ বস্’-এর নির্মাতারা। শাহরুখ কেন নির্মাতাদের প্রস্তাবে রাজি হননি তা পরে এক সাক্ষাৎকারে জানান সলমন।

সলমনের সঙ্গে চুক্তি করে নেন ‘বিগ বস্’-এর নির্মাতারা। শাহরুখ কেন নির্মাতাদের প্রস্তাবে রাজি হননি তা পরে এক সাক্ষাৎকারে জানান সলমন।

১৬ ১৮
সলমন বলেন, ‘‘শাহরুখ অন্য কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। ছবির শুটিং ছিল ওঁর। তা ছাড়া কাঁধে চোটও পেয়েছিলেন। সে সব কারণেই ‘বিগ বস্’-এ কাজ করতে পারেননি। আগে শাহরুখকেই স়ঞ্চালনার প্রস্তাব দেওয়া হয়েছিল, এটা সত্যি।’’

সলমন বলেন, ‘‘শাহরুখ অন্য কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। ছবির শুটিং ছিল ওঁর। তা ছাড়া কাঁধে চোটও পেয়েছিলেন। সে সব কারণেই ‘বিগ বস্’-এ কাজ করতে পারেননি। আগে শাহরুখকেই স়ঞ্চালনার প্রস্তাব দেওয়া হয়েছিল, এটা সত্যি।’’

১৭ ১৮
বলিপা়ড়ায় কানাঘুষো শোনা যায়, ছবির শুটিং চলাকালীন কাঁধে এবং পিঠে গুরুতর চোট পেয়েছিলেন শাহরুখ। এ ছাড়াও অনুভব সিংহ পরিচালিত ‘রা ওয়ান’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন শাহরুখ। তাই ‘বিগ বস্’ নির্মাতাদের প্রস্তাব ফিরিয়ে দিতে বাধ্য হন অভিনেতা।

বলিপা়ড়ায় কানাঘুষো শোনা যায়, ছবির শুটিং চলাকালীন কাঁধে এবং পিঠে গুরুতর চোট পেয়েছিলেন শাহরুখ। এ ছাড়াও অনুভব সিংহ পরিচালিত ‘রা ওয়ান’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন শাহরুখ। তাই ‘বিগ বস্’ নির্মাতাদের প্রস্তাব ফিরিয়ে দিতে বাধ্য হন অভিনেতা।

১৮ ১৮
সব ছবি: সংগৃহীত।

২০১০ সালে ‘বিগ বস্’-এর চতুর্থ সিজ়ন থেকে সঞ্চালকের ভূমিকায় দেখা যায় সলমনকে। পরবর্তী সিজ়নে বলি অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে সহ-সঞ্চালনা করেছিলেন সলমন। তার পর থেকে একা হাতেই সঞ্চালনার দায়িত্ব সামলেছেন বলিউডের ‘ভাইজান’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE