নাহ! এই কোম্পানিতে কাজ করতে গেলে বিদেশে পাড়ি দেওয়ার প্রয়োজন নেই। দিওয়ালিতে মূল্যবান উপহার পেতে সামান্য গুজরাতে পাড়ি জমালেই যথেষ্ট। আর এই কোম্পানিতে কাজ করলে গ্যাঁটের কড়ি খরচ করে বাড়ি, গাড়ি কেনার কোনও প্রয়োজন নেই। দিওয়ালি বোনাসে আপনার হয়ে এই ‘কষ্ট’টুকু কোম্পানিই করবে। ভাবা যায়!