কথায় বলে লাইফ স্টার্টস অ্যাট থার্টি। তিরিশ থেকে জীবনের নতুন এক অধ্যায় শুরু হয়। তিরিশের ওপারের বাকি দশটা বছর কিন্তু পরে থাকা বাকি জীবনটার সমস্ত ঘাত প্রতিঘাতের সঙ্গে মোকাবিলা করতে শিখিয়ে দেয়।হয়ত সেই শিক্ষার পথটা হয়ত বেশ কষ্টের, কিন্তু ভীষণ প্রয়োজনীয়।
৩০-এর কোঠা যা কিছু শিখিয়ে দেয় আমাদের তার এক ঝলক রইল এই গ্যালারিতে।
আরও দেখুন-বগলের গন্ধ শোঁকার চাকরি খুঁজছেন?