Advertisement
২৬ এপ্রিল ২০২৪

দেশের সেরা দশ পরিচ্ছন্ন রেলস্টেশন

কু-উ-উ ঝিক ঝিক শব্দ। দু’টি সমান্তরাল লাইন ধরে এগিয়ে চলা। জানলার বাইরে দিয়ে পিছনের পথে ফেলে যাওয়া শিশু, শিমূল আর পলাশের সারি। চলার মাঝে ফেরিওয়ালাদের অদ্ভুত স্বরে বাদাম কিংবা লজেন্স বিক্রি। সব মিলিয়ে ছোটবেলার রেলগাড়িতে ভ্রমণের স্মৃতি সত্যিই সুখকর। কিন্তু, গত কয়েক বছর ধরে দেশের রেল স্টেশনগুলিতে অপরিচ্ছন্নতার কারণে ট্রেনে সফরের অভিজ্ঞতাকে তিক্ত করে দিতে বাধ্য। বলা ভাল, রেলস্টেশনের অবস্থা দেখে বিরক্তি হয় যাত্রীদের। ইদানীং অবশ্য স্টেশনগুলি পরিষ্কার রাখতে সক্রিয় হয়েছে সরকার। দেশের কোন রেলস্টেশনগুলির পরিচ্ছন্ন , তা নিয়ে চলতি বছরে একটি সমীক্ষাও করা হয়েছে। গ্যালারিতে দেখে নিন সেরা দশে রয়েছে কোন স্টেশনগুলি।

সুরাত রেলস্টেশনটি পরিচ্ছন্নতার ভিত্তিতে এক নম্বরে রয়েছে। গুজরাতের এই স্টেশনটি নজর কেড়ে নিতে পারে যে কোনও যা়ত্রীর।

সুরাত রেলস্টেশনটি পরিচ্ছন্নতার ভিত্তিতে এক নম্বরে রয়েছে। গুজরাতের এই স্টেশনটি নজর কেড়ে নিতে পারে যে কোনও যা়ত্রীর।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৬ ১৮:১৩
Share: Save:

কু-উ-উ ঝিক ঝিক শব্দ। দু’টি সমান্তরাল লাইন ধরে এগিয়ে চলা। জানলার বাইরে দিয়ে পিছনের পথে ফেলে যাওয়া শিশু, শিমূল আর পলাশের সারি। চলার মাঝে ফেরিওয়ালাদের অদ্ভুত স্বরে বাদাম কিংবা লজেন্স বিক্রি। সব মিলিয়ে ছোটবেলার রেলগাড়িতে ভ্রমণের স্মৃতি সত্যিই সুখকর। কিন্তু, গত কয়েক বছর ধরে দেশের রেল স্টেশনগুলিতে অপরিচ্ছন্নতার কারণে ট্রেনে সফরের অভিজ্ঞতাকে তিক্ত করে দিতে বাধ্য। বলা ভাল, রেলস্টেশনের অবস্থা দেখে বিরক্তি হয় যাত্রীদের। ইদানীং অবশ্য স্টেশনগুলি পরিষ্কার রাখতে সক্রিয় হয়েছে সরকার। দেশের কোন রেলস্টেশনগুলির পরিচ্ছন্ন , তা নিয়ে চলতি বছরে একটি সমীক্ষাও করা হয়েছে। গ্যালারিতে দেখে নিন সেরা দশে রয়েছে কোন স্টেশনগুলি।

আরও দেখুন

বিশ্ব ক্রিকেটের চাঞ্চল্যকর দশ ম্যাচ ফিক্সিং

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

rail stations picture gallery cleanest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE