ভক্তদের জন্য এ বার নতুন চমক নিয়ে হাজির বাদশা। বুধবার বিকেলে মুম্বইয়ের মরাঠা মন্দির থিয়েটার হলে মুক্তি পাবে দিলওয়ালের প্রথম গান ‘গেরুয়া’।
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৫ ১৭:৩৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
ভক্তদের জন্য এ বার নতুন চমক নিয়ে হাজির বাদশা। বুধবার বিকেলে মুম্বইয়ের মরাঠা মন্দির থিয়েটার হলে মুক্তি পাবে দিলওয়ালের প্রথম গান ‘গেরুয়া’। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শাহরুখ, কাজল দু’জনেই। তার আগে এক ঝলকে দেখে নিন এই গানেরই কিছু দৃশ্য। ছবি: টুইটার।