Advertisement
২০ এপ্রিল ২০২৪

ঠিকানা— শুয়র, ভৈঁসা, কুত্তা, গাধা

শিব ঠাকুরের আপন দেশে আইন-কানুন একটু সর্বনেশে হয়। সুকুমার রায়ের দৌলতে সে কথা কারই বা অজানা! কিন্তু এ দেশে নামধামও যে কতটা সর্বনেশে হতে পারে, সে কথা নিয়ে কেউ খুব একটা উচ্চবাচ্য করেননি কখনও। এই ভারতের নানা রাজ্যে কিছু কিছু এলাকার এমন সব নাম রয়েছে, যা গোড়ায় ধাঁধাঁ লাগার উপক্রম হয়। কোনও কোনও মুলুকের নাম তো এমন আজব যে সেই এলাকার মানুষজন নিজের গ্রাম বা শহরের নাম বলতে লজ্জা পান। ঠিকানা জিজ্ঞাসা করলে হয় এড়িয়ে যান, নয় তো আলগোছে এমন কিছু বলেন, যাতে জায়গার নামটা স্পষ্ট বোঝা না যায়।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৬ ০০:০০
Share: Save:

শিব ঠাকুরের আপন দেশে আইন-কানুন একটু সর্বনেশে হয়। সুকুমার রায়ের দৌলতে সে কথা কারই বা অজানা! কিন্তু এ দেশে নামধামও যে কতটা সর্বনেশে হতে পারে, সে কথা নিয়ে কেউ খুব একটা উচ্চবাচ্য করেননি কখনও। এই ভারতের নানা রাজ্যে কিছু কিছু এলাকার এমন সব নাম রয়েছে, যা গোড়ায় ধাঁধাঁ লাগার উপক্রম হয়। কোনও কোনও মুলুকের নাম তো এমন আজব যে সেই এলাকার মানুষজন নিজের গ্রাম বা শহরের নাম বলতে লজ্জা পান। ঠিকানা জিজ্ঞাসা করলে হয় এড়িয়ে যান, নয় তো আলগোছে এমন কিছু বলেন, যাতে জায়গার নামটা স্পষ্ট বোঝা না যায়। এক বার ছোট্ট করে সেরে যাক ফেলা আজব নামের সেই সব এলাকার সফর:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Photo Gallery Wired names Places in India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE