অনেকেই আছেন যাঁরা গরমকালের জন্য উৎসুক হয়ে থাকেন শুধু আমের জন্য। ইদানিং অবশ্য সারা বছরই আম পাওয়া যায়। তবে গরমে বিভিন্ন রকমের আম পাওয়া যায়। মিষ্টি খেতে যাঁরা ভালবাসেন, আম দই কিংবা আম সন্দেশের স্বাদ তো তাঁরা নিয়েছেন। তবে আম দিয়ে তৈরি লাড্ডু কখনও খেয়েছেন কি? এই গরমে স্বাদ বদলাতে বানিয়ে নিন আমের লাড্ডু। রইল প্রণালী।
উপকরণ
বড় মাপের আম: একটি