শীতকালে বিশেষ করে খাওয়াদাওয়ার প্রতি একটা আলাদা প্রেম জন্মায় বাঙালির। তবে এই করোনা আবহে শরীর সুস্থ রাখতে বেশি তেল-ঝাল-মশলা না খাওয়াই ভাল। তাই বলে কি স্বাদের খেয়াল রাখবেন না? তা একেবারেই নয়। স্বাদ ও স্বাস্থ্যের মেলবন্ধন ঘটাতে চাইলে সন্ধ্যার জলখাবারে তেলেভাজা নয়, থাকুক চিকেন মেয়ো স্যান্ডউইচ। রইল প্রণালী।
উপকরণ
সেদ্ধ করা চিকেন: দু কাপ