Advertisement
০৮ নভেম্বর ২০২৪
Recipe

chicken Mayo Sandwich: শীতের সন্ধ্যায় স্বাস্থ্যকর জলখাবার চাই? বানিয়ে নিন সুস্বাদু চিকেন মেয়ো স্যান্ডউইচ

স্বাদ ও স্বাস্থ্যের মেলবন্ধন ঘটাতে চাইলে সন্ধ্যার জলখাবারে তেলেভাজা নয়, থাকুক চিকেন মেয়ো স্যান্ডউইচ।

চিকেন মেয়ো স্যান্ডউইচ।

চিকেন মেয়ো স্যান্ডউইচ। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২২ ১৫:৩০
Share: Save:

শীতকালে বিশেষ করে খাওয়াদাওয়ার প্রতি একটা আলাদা প্রেম জন্মায় বাঙালির। তবে এই করোনা আবহে শরীর সুস্থ রাখতে বেশি তেল-ঝাল-মশলা না খাওয়াই ভাল। তাই বলে কি স্বাদের খেয়াল রাখবেন না? তা একেবারেই নয়। স্বাদ ও স্বাস্থ্যের মেলবন্ধন ঘটাতে চাইলে সন্ধ্যার জলখাবারে তেলেভাজা নয়, থাকুক চিকেন মেয়ো স্যান্ডউইচ। রইল প্রণালী।

উপকরণ

সেদ্ধ করা চিকেন: দু কাপ

মাখন: তিন টেবিল চামচ

মেয়োনিজ: আধ কাপ

স্লাইস পাউরুটি: ১০ টি

সাদা গোল মরিচ গুঁড়ো: এক চা চামচ

নুন: স্বাদ মতো

চিনি: পরিমাণ মতো

ছবি: সংগৃহীত

প্রণালী

সেদ্ধ করা চিকেন থেকে হাড়গুলি প্রথমে ছাড়িয়ে নিন।

এ বার মাংসে মেয়োনিজ, গোলমরিচ গুঁড়ো, নুন ও চিনি মিশিয়ে একসঙ্গে মিশিয়ে নিন। চাইলে এই মিশ্রণটি এক দম অল্প আঁচে হালকা করে ভেজে নিতে পারে।

এ বার প্রত্যেকটি পাউরুটির স্লাইসে ভাল করে মাখন মাখিয়ে তার উপর চিকেনের মিশ্রণটি দিয়ে দিন।

দুটি স্লাইস পাউরুটি একত্রে জোড়া করে চারপাশের ধারগুলি কেটে নিন।

এ বার পাউরুটির কোনাকুনি ত্রিভুজাকৃতি করে কেটে নিয়ে সন্ধ্যার জলখাবারে পরিবেশন করুন চিকেন মেয়ো স্যান্ডউইচ।

অন্য বিষয়গুলি:

Recipe sandwich chicken
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE