Advertisement
৩০ সেপ্টেম্বর ২০২৩
Aam Mourola

গরমে শ্রান্ত দুপুরবেলা কোনও খাবারই মুখে রুচছে না? স্বাদ ফেরাতে রাঁধতে পারেন আম মৌরলা

এত গরম পড়েছে যে শুধু জলঢালা ভাত খেলেই মনে হচ্ছে জ্বালা জুড়োবে। রোজ রোজ এক খাবার খেতেও তো ভাল লাগে না। তাই রুচি ফেরাতে পাতে থাকুক আম-মৌরলা।

 Aam-Mourola

গরমের দুপুরে ভাতের সঙ্গে রেঁধে ফেলুন আম-মৌরলা। কী ভাবে রাঁধবেন? ছবি- মৌ-এর রান্নাঘর।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৩ ২০:১১
Share: Save:

গরমে রোজ কী রান্না হবে, তা ভাবতেই অর্ধেক সময় বয়ে যায়। এ দিকে রান্না যে করবেন, খেতেও তো ইচ্ছা করে না। একটু টক কিছু খেলে কি ভাল লাগবে? তা বাজারে তো এখন কাঁচা আমও পাওয়া যাচ্ছে। তাই দিয়ে টক, আচার বা চাটনি করা যেতেই পারে। কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত তো ওই টক দিয়ে ভাত খাওয়া যাবে না। তাই গরমের দুপুরে আম দিয়ে মাছ রাঁধবেন বলে ঠিক করেছেন। বাজার থেকে কিছু মৌরলা মাছও কিনে ফেলেছেন। তা হলে আর কী? গরমের দুপুরে ভাতের সঙ্গে রেঁধে ফেলুন আম-মৌরলা। কী ভাবে রাঁধবেন? রইল তার রেসিপি।

উপকরণ

মৌরলা মাছ: ৩০০ গ্রাম

গোটা সর্ষে: আধ চা চামচ

সর্ষের তেল: মাছ ভাজার জন্য

শুকনো লঙ্কা: ২টি

কাঁচা আম: ১০০ গ্রাম

হলুদ গুঁড়ো: আধ চা চামচ

নুন: স্বাদ অনুযায়ী

চিনি: ২ চামচ

প্রণালী:

১) প্রথমে মাছগুলি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। তার পর হলুদ ও নুন দিয়ে ম্যারিনেট করে রাখুন।

২) এ বার কাঁচা আমের খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে রাখুন।

৩) কড়াইয়ে সর্ষের তেল গরম হতে দিন।

৪) তেল গরম হলে কেটে রাখা মাছগুলি দিয়ে হালকা করে ভেজে তুলে নিন। তবে আঁচ কিন্তু বেশি জোরে রাখবেন না।

৫) মাছ ভাজা হয়ে গেলে ওই একই তেলে শুকনো লঙ্কা ও সর্ষে ফোড়ন দিন।

৬) এর পর আগে থেকে কেটে ধুয়ে রাখা কাঁচা আম কড়াইয়ে দিয়ে একটু নাড়াচাড়া করুন। হালকা নুন এবং হলুদ দিয়ে দিন।

৭) এ বার এর মধ্যে জল দিয়ে ফুটতে দিন। যত ক্ষণ না আম নরম হয়ে আসছে, তত ক্ষণ ফোটাতে থাকুন।

৮) এর মধ্যে ভেজে রাখা মাছগুলি দিয়ে নাড়তে থাকুন।

৯) চিনি দিয়ে আরও মিনিট দুয়েক ফুটিয়ে নিন। চাইলে চিনির বদলে গুড়ও দিতে পারেন।

১০) এ বার উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে এবং কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE