ময়দানের একটি প্রচলিত কথা আছে, নিরামিষ তরকারির উপাদান দিয়ে কখনও বিরিয়ানি রাঁধা যায় না। সে না হয় বিরিয়ানি না-ই বা হল, কিন্তু পরিচিত উপকরণেই যদি স্বাদ পাওয়া যায় অতুলনীয়, তাতেই বা ক্ষতি কী? বিশেষত বাঙালির রান্না ঘরে রয়েছে এমন সব রকমারি পদ, যা সঠিক ভাবে রাঁধতে পারলে চাটতে হবে আঙুল। রইল সে রকমই একটি পদ, দই বেগুন বানানোর প্রণালী।