শব্দদানব দাপাচ্ছে ‘ডিজে’ রূপে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
এত দিন উৎসব এলেই শব্দবাজির দাপট চিন্তায় রাখত প্রশাসনকে। তার জায়গা নিল ‘ডি জে’! পাঁচতারা পানশালার মানবচরিত্র নয়! বরং তারই ধাঁচে চড়া শব্দের গান। ভ্যান বা ম্যাটাডরে চাপিয়ে বিরাট বক্সে গান বাজানোকেই চলতি ভাষায় ‘ডি জে’ বলা হয়। তার দাপট এমনই যে, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশিকাও তাকে রুখতে অপারগ! প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়েই মহানগরের বহু পুজো এই ‘ডি জে’ বাজায় বলে অভিযোগ। পর্ষদ ও পুলিশের একাংশও মেনে নিয়েছেন এই নয়া শব্দদানবের দাপট। তাঁরা বলছেন, দুর্গাপুজোয় তবুও কিছুটা কম। কিন্তু কালীপুজোয় এর দাপট বাড়বে বলেই আশঙ্কা। পুলিশের একাংশের বক্তব্য, কলকাতায় ‘ডি জে’-র উপরে নিষেধাজ্ঞা রয়েছে। তাই দুর্গাপুজো বা কালীপুজোয় তার দাপট দেখা যায় না। কিন্তু পরিবেশ আইন বিশেষজ্ঞ গীতানাথ গঙ্গোপাধ্যায়ের অভিজ্ঞতা, খোদ কলকাতা পুলিশ আবাসনেই তারস্বরে ডি জে বেজেছে। তাঁর কথায়, “এ জন্য পুলিশের প্রয়োজনীয় অনুমতির তোয়াক্কাই করা হয় না।” দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এক কর্তা বলেন, “বিসর্জনের বিধি মানতে আরও কড়াকড়ির ভাবনা চলছে।”
খাল সংস্কারের সিদ্ধান্ত নিল হলদিবাড়ি পুরসভা
নিজস্ব সংবাদদাতা • হলদিবাড়ি
শহরের প্রধান খাল বড় নালা সংস্কারের সিদ্ধান্ত নিল হলদিবাড়ি পুরসভা হলদিবাড়ি পুরসভা। সোমবার পুরসভার চেয়ারম্যান তরুণ দত্ত এ কথা জানান। তিনি বলেন, “উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব হলদিবাড়ি শহরের এই একমাত্র খালটি সংস্কারের জন্য আড়াই কোটি টাকা মঞ্জুর করবেন বলে প্রতিশ্রূতি দিয়েছেন। আমরা খালটি সংস্কারের একটি পরিকল্পনা করেছি।” হলদিবাড়ি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরাঙ্গ নাগ জানান, আগে টাকা অনুমোদিত হোক তার পরে মন্তব্য করব। হলদিবাড়ি পুরসভা সূত্রের খবর, খালটি এক সময় বুড়ি তিস্তার একটি অংশ ছিল। হলদিবাড়ি শহরে মধ্যে এই খালটি দুই কিলোমিটার দীর্ঘ। বর্তমানে এই খালটি ক্রমশ দখল হয়ে যাওয়ার জন্যে সঙ্কুচিত হচ্ছে। ওই খালের ৮৪৪ মিটার অংশ সংস্কার করে সৌন্দর্যায়ন করতে চলেছে।
শিকার রুখতে ক্যামেরা
সংবাদ সংস্থা • ভুবনেশ্বর
চোরাশিকার রুখতে সম্বলপুরের জঙ্গলে সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনা করছে ওড়িশা সরকার। বন দফতর সূত্রের খবর, সিমলিপাল এবং সাতকোশিয়া অরণ্যে বাঘ-গণনার জন্য অনেক দিন আগেই ক্যামেরা বসানো হয়েছে। কিন্তু কয়েক বছর ধরে রাজ্যে হাতি-সহ অন্য বন্যপ্রাণীর চোরাশিকার বেড়ে যাওয়ায় সরকার উদ্বিগ্ন। আর তাই এই পরিকল্পনা।