Advertisement
৩০ এপ্রিল ২০২৪

টুকরো খবর

ডিভিসি-র ছাই ও কয়লা পরিবহণকারী ভারী যানবাহন চলাচলে রাস্তা ভাঙছে এবং ছাই উড়ে এলাকায় দূষণ ছড়াচ্ছেএই অভিযোগে সোমবার বড়জোড়া-দুর্লভপুর সড়কের লাগাপাড়ায় অবরোধ করলেন এলাকাবাসী। বাজার বন্ধও হয়। এ দিন সকাল ছ’টা থেকে প্রায় আট ঘণ্টা পথ অবরোধ চলে। বাস ও ছোট গাড়ি ছাড়া অন্য সমস্ত গাড়ি আটকে দেওয়া হয়। অবরোধে সামিল হয়েছিলেন ক্ষুদ্র ব্যবসায়ীরাও। তাঁদের অভিযোগ, মাত্রাতিরিক্ত পরিমাণে ডিভিসি-র ছাই ও কয়লা পরিবহণ করছে ডাম্পারগুলি। সেই কারণে এলাকার রাস্তা ভাঙছে।

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৪ ০১:১৬
Share: Save:

ছাই-দূষণ, প্রতিবাদে অবরোধ
নিজস্ব সংবাদদাতা • গঙ্গাজলঘাটি

ডিভিসি-র ছাই ও কয়লা পরিবহণকারী ভারী যানবাহন চলাচলে রাস্তা ভাঙছে এবং ছাই উড়ে এলাকায় দূষণ ছড়াচ্ছেএই অভিযোগে সোমবার বড়জোড়া-দুর্লভপুর সড়কের লাগাপাড়ায় অবরোধ করলেন এলাকাবাসী। বাজার বন্ধও হয়। এ দিন সকাল ছ’টা থেকে প্রায় আট ঘণ্টা পথ অবরোধ চলে। বাস ও ছোট গাড়ি ছাড়া অন্য সমস্ত গাড়ি আটকে দেওয়া হয়। অবরোধে সামিল হয়েছিলেন ক্ষুদ্র ব্যবসায়ীরাও। তাঁদের অভিযোগ, মাত্রাতিরিক্ত পরিমাণে ডিভিসি-র ছাই ও কয়লা পরিবহণ করছে ডাম্পারগুলি। সেই কারণে এলাকার রাস্তা ভাঙছে। কয়লা ও ছাই উড়ে পরিবেশকে দূষিত করছে। মিষ্টি ব্যবসায়ী সুজয় দাস বলেন, “দিনভর রাস্তায় ছাই উড়ছে। সেই ছাই দোকানের খাবারে পড়ছে। বহু মিষ্টি নষ্ট হচ্ছে। এ ভাবে দোকান চালানোই দায়!” প্রসাধনী দ্রব্যের বিক্রেতা গঙ্গাধর লায়েকের ক্ষোভ, “আমার দোকানের বহু গিফট আইটেম ছাই ও কয়লার গুঁড়োয় ময়লা হয়ে নষ্ট হয়েছে। ইমিটেশনের বহু গয়নাও কালো হয়ে গিয়েছে। সেগুলো আর বিক্রি হচ্ছে না।” ঘটনাস্থলে এসে গঙ্গাজলঘাটি থানার ওসি দেবাশিস পান্ডা আশ্বাস দেন, ডিভিসি দিনে তিন বার রাস্তায় জল ছড়াবে। তার পরে অবরোধ ওঠে। গতবার জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়জোড়া-দুর্লভপুর প্রায় ৩০ কিলোমিটার রাস্তাটিকে ‘ইন্ডাস্ট্রিয়াল করিডর’ বানানোর কথা ঘোষণা করেছিলেন। প্রকল্পের উদ্বোধনও করেন তিনি। কিন্তু, রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়নি। মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার অশোককুমার বর্মা বলেন, “রাস্তা সারাই হয়ে গেলেই ধুলো ওড়ার সমস্যা কেটে যাবে। বাসিন্দাদের দাবি মতো আমরা রাস্তায় জলও ছেটাব।”

বাঘের আক্রমণে মৃত মত্‌স্যজীবী

এক দিনের তফাতে ফের সুন্দরবনের নদীতে বাঘের আক্রমণে মৃত্যু হল এক মত্‌স্যজীবীর। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে গোসাবার পীরখালি নদীতে। বন দফতর জানিয়েছে, মৃত মত্‌স্যজীবীর নাম রামপ্রসাদ মণ্ডল (৩৪)। রবিবার সকালে গোসাবার পাখিরালার বাসিন্দা রামপ্রসাদ আরও কয়েক জনের সঙ্গে মাছ ধরতে বেরোন। দুপুরে নদীতে জাল ফেলার সময়ে পীরখালির জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসে রামপ্রসাদকে আক্রমণ করে। তাঁর দাদা বাপিবাবুর কথায়, “লাঠি-বৈঠা দিয়ে পিটিয়ে বাঘের মুখ থেকে ভাইকে ছাড়িয়ে আনি। কিন্তু এত করেও ওকে বাঁচানো গেল না।” সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর সৌমিত্র দাশগুপ্ত বলেন, “এক মত্‌স্যজীবীর মৃত্যুর খবর পেয়েছি। তাঁর কাছে মাছ ধরার বৈধ কাগজ ছিল বলে জানতে পেরেছি।”

নিষিদ্ধ বাজি আটক

নিউ আলিপুর ও কড়েয়া থেকে রবিবার রাতে ১১১ কেজি নিষিদ্ধ বাজি আটক করল পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে পাঁচ জনকে। লালবাজার সূত্রে জানা গিয়েছে, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে নিষিদ্ধ বাজি-সহ এখনও পর্যন্ত মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। শুধু অক্টোবর মাসেই আটক করা হয়েছে ৩০৩৩ কেজি বাজি। এখনও পর্যন্ত আটক বাজির পরিমাণ ৭২২৩ কেজি।

গাড়ির ধাক্কায় হরিণের মৃত্যু

গাড়ির ধাক্কায় মৃত্যু হল একটি পুরুষ বার্কিং ডিয়ারের। সোমবার ভোরে ঘটনাটি ঘটে জলদাপাড়া জঙ্গল সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কে। বনদফতর সূত্রে জানাগেছে এদিন ভোর ছ’টা নাগাদ উত্তর খয়েরবাড়ি এলাকায় পূর্ণ বয়স্ক হরিণটি রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় হরিণটির। মাদারিহাট এলাকায় হরিণের মৃতদেহের ময়না তদন্ত হয়। ঘটনায় অভিযুক্ত গাড়ি চালককে ধরা যায়নি।


ডুয়ার্সের বানারহাট এলাকায় মরাঘাট থেকে তোতাপাড়া চা বাগানে ঢুকে পড়েছিল
১৫টি হাতির দল। এদেরই দু’টি সোমবার দাপিয়ে বেড়াল জালাবস্তি ও ডুডুমারি
বস্তিতে। জখম হয়েছেন তিন বাসিন্দা। রাজকুমার মোদকের তোলা ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE