থানোসকে নিয়ে চমক গুগলের। ছবি: ফাইল চিত্র।
অ্যাভেঞ্জার্স জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। এ বার তাতে সামিল হল সার্চ ইঞ্জিন গুগলও। মার্ভেলপ্রেমীদের জন্য বিশেষ চমক এনেছে তারা। থানোসের এক চুটকিতে একে একে স্রেফ উবে যাবে সমস্ত সার্চ রেজাল্ট। ঠিক যেমনটি হয়েছিল ইনফিনিটি ওয়ারে। ব্রহ্মাণ্ডের অর্ধেক জনসংখ্যা মুছে দিতে ইনফিনিটি স্টোন ব্যবহার করেছিল থানোস। তাতে ডক্টর স্ট্রেঞ্জ থেকে পিটার পার্কার চোখের সামনে উবে গিয়েছিল একের পর এক সুপারহিরো। এ বার যেন সেই অবস্থা হল গুগলেরও।
গত এক বছর প্রতীক্ষার পর শুক্রবার দেশ জুড়ে মুক্তি পেয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। সে কথা মাথায় রেখেই এই নয়া চমক গুগলের, যাতে ইংরেজিতে থানোস লিখে সার্চ করলে সেই সংক্রান্ত সমস্ত তথ্য উঠে আসবে। সেই সঙ্গে মোবাইল বা কম্পিউটার স্ক্রিনের ডানদিকে ফুটে উঠবে ইনফিনিটি স্টোন খচিত থানোসের সোনালি রঙের ধাতব দস্তানা।
ওই দস্তানার উপর ক্লিক করলেই হল। থানোসের চুটকিতে একে একে সমস্ত সার্চ রেজাল্ট উবে যেতে শুরু করবে। তবে মুছে যাওয়া সব কিছু ফিরিয়ে আনার ব্যবস্থাও রয়েছে। সে ক্ষেত্রে দস্তানার উপর দ্বিতীয় বার ক্লিক করতে হবে। তা হলেই টাইম স্টোন ব্যবহার করে ফের সব কিছু রিস্টোর করে দেবে থানোস।
Do a google search for Thanos
— Albert Aydin (@albertaydin) April 24, 2019
Click the infinity gauntlet
Search results: Mr search engine, I don't feel so good..#ENDGAME #Thanos pic.twitter.com/FM6rxk5h7l
মার্ভেলের সব সিনেমা দেখেছেন! দেখুন তো এ গুলো জানেন কিনা?
আরও পড়ুন: মুভি রিভিউ: আধুনিক রূপকথার গল্প শোনায় ‘অ্যাভেঞ্জার্স’
বিশেষ দিনগুলিতে নানা রকমের ডুডল এমনিতেই তৈরি করে গুগল। এ ছাড়াও নানা ধরনের চমক রয়েছে তাদের ঝুলিতে। যেমন, ইংরেজিতে ‘ডু আ ব্যারেল রোল’ লিখে সার্চ দিলে সার্চ রেজাল্ট সমেত পাতাটি ৩৬০ ডিগ্রি ঘুরে ফের সোজা হয়ে যাবে। ভিডিয়ো গেমসের শখ থাকলে ‘zerg rush’ লিখে সার্চ দিলে পাতার উপর নেমে আসবে অজস্র ছোট হাতের ‘o’।মাউস নিয়ে সেগুলির উপর ক্লিক না করতে পারলে সমস্ত সার্চ রেজাল্ট মুছে যাবে। তাই থানোসকে নিয়ে তাদের এই চমক নজর কেড়েছে মার্ভেলপ্রেমীদের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy