Advertisement
১১ মে ২০২৪
moon

চাঁদ ডুবে যাচ্ছে পৃথিবীর দিগন্তে, ছবি তোলা হল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে

বিজ্ঞানের পরিভাষায় এই মহাজাগতিক ঘটনার নাম- ‘অরবিটাল সানসেট অব দ্য মুন’।

ছবি- নাসার সৌজন্যে।

ছবি- নাসার সৌজন্যে।

সংবাদ সংস্থা
কলকাতা শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৫৩
Share: Save:

চাঁদ ডুবে যাচ্ছে পৃথিবীর দিগন্তে। ধাপে ধাপে চাঁদের ‘অস্ত যাওয়া’র সেই অবিশ্বাস্য ছবিগুলি তোলা হল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে। এক রুশ মহাকাশচারী সের্গেই কুর্দ-ভেচকভ তুলেছেন সেই ছবিগুলি।

বিজ্ঞানের পরিভাষায় এই মহাজাগতিক ঘটনার নাম- ‘অরবিটাল সানসেট অব দ্য মুন’। পরে সেই ছবিগুলি দিয়ে বানানো একটি ভিডিয়ো তিনি শেয়ার করেছেন সমাজমাধ্যমে।

সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে চাঁদের চেহারা কী ভাবে ধীরে ধীরে বদলে যাচ্ছে। শেষ পর্যন্ত চাঁদকে একটা পিঠের মতো লাগছে। মনে হচ্ছে চাঁদ যেন ধীরে ধীরে ডুবে যাচ্ছে। পৃথিবীর দিগন্তের ও-পারে।

এমনটা কেন হচ্ছে? কেন হয়?

সবটাই আমাদের এই বাসযোগ্য নীল গ্রহের বায়ুমণ্ডলের কৌশল, কেরামতি। মহাকাশ আর পৃথিবীর বায়ুমণ্ডল, এই দু’টি মাধ্যমের একটি থেকে অন্যটিতে যাওয়ার সময় আলোর পথ যায় বেঁকেচুরে। তাতে মনে হয় চাঁদের চেহারা ধীরে ধীরে বদলে যাচ্ছে। সেটাই দেখা গিয়েছে ভূপৃষ্ঠ থেকে ৩৭০ কিলোমিটার উপরে পৃথিবীর কক্ষপথে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। সেই সব ছবি তুলেই তা দিয়ে ভিডিয়ো বানিয়েছেন মহাকাশ স্টেশনে থাকা রুশ মহাকাশচারী সের্গেই কুর্দ-ভেচকভ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

moon International Space Station
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE