না, নবমী নিশির কোনও বেদনাই নেই বৃহস্পতিবারের আকাশে। বরং আকাশের শারদোৎসবে যেন আনন্দের রামধনু!
আর এক সপ্তাহ বাদেই পূর্ণিমা। তার দিকে এগিয়ে যেতে যেতে আকাশে চাঁদও আর একা থাকবে না বৃহস্পতিবার।থাকবে সৌরমণ্ডলের গ্যাসে ভরা দু’টি বৃহত্তম গ্রহ বৃহস্পতি আর শনির মধ্যবর্তিনী হয়ে। আমাদের চোখে ধরা দেবে রুপোলি রঙের বৃহস্পতি আর হলদেটে সাদা রঙের শনিও। মাঝে থাকবে কিছুটা কাস্তের মতো দেখতে চাঁদ, একটু হলদেটে রঙে।
বস্তুত, গত শনিবার (৯ অক্টোবর) থেকেই আকাশের শারদোৎসব শুরু হয়ে গিয়েছে! ধরণীর শারদোৎসবের দু’দিন আগেই। যা চলবে বৃহস্পতিবার নবমীর রাত ভোর হওয়া পর্যন্ত। আকাশের এই শারদোৎসব চলেছে ভারত-সহ গোটা উত্তর গোলার্ধে।